মেয়েকে কোলে বসিয়ে প্রশ্নোত্তরের সামনে খোয়াজা, লাইমলাইট কাড়ল ছোট্ট আইশা


Ashes Series 2023 : শতরানের পর সাংবাদিক সম্মেলনে ৩ বছরের মেয়ে আইশাকে নিয়ে এলেন উসমান খোয়াজা। শতরানকারী বাবা’র থেকে মুহূর্তে লাইমলাইট কেড়ে নিল একরত্তি।

Image Credit source: Twitter

বার্মিংহাম: সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভরসা দিতে পারেন। টপ অর্ডারের ব্যর্থতার দিনে একাই লড়তে পারেন। দল যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই পরিবার। অ্যাসেজের জন্য ইংল্যান্ডে পরিবার নিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজা (Usman Khawaja)। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন শতরানকারী খোয়াজা। তবে সব লাইমলাইট কেড়ে নিল তাঁর মেয়ে আইশা। মেয়েকে কোলে নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাব দিয়েছেন অজি ব্যাটার। টেবলে সাংবাদিকের রাখা ফোন ঘাঁটার জন্য মেয়েকে মিষ্টি করে ‘ধমক’ দিলেন। সাংবাদিক বৈঠকে বাবা-মেয়ের এই মুহূর্ত নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের নায়ক তিনিই। দিনের শেষে ১২৬ রানে অপরাজিত রয়েছেন খোয়াজা। রক্ষণাত্মক ভঙ্গিতে তিন অঙ্কের গণ্ডি অতিক্রম করলেও সেঞ্চুরির উদযাপন করলেন বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে। হাওয়ায় লাফিয়ে, ব্যাট ছুঁড়ে উদযাপন করেন। দিনের শেষে সাংবাদিক বৈঠকে খোয়াজার কাছ থেকে সব আলো কেড়ে নিল তাঁর মেয়ে আইশা। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। তখনই আড়চোখে দেখেন টেবলে রাখা একটি ফোন সমানে স্ক্রল করে চলেছে আইশা। দেখে হেসে ফেলেন উসমান। একরত্তিকে বোঝানোর ভঙ্গিতে বললেন, “তুমি পরে বাবার ফোন নিয়ে খেলা কোরো। ক্যামেরায় এখন স্ক্রল করা থামাও।”

সেঞ্চুরি যে কোনও ব্যাটারের কাছে স্পেশাল। তবে ১৭ জুন দিনটি অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজার জন্য স্মরণীয় হয়ে রইল একটু বিশেষ কারণে। ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এদিন। ইংল্যান্ডের মাটিতে ব্যর্থতার জেরে বছর চারেক আগে অ্যাওয়ে অ্যাসেজ সফর থেকে বাদ পড়েছিলেন। তাই শনিবারের সেঞ্চুরি অনেকটা জবাব দেওয়ার মতো। ১০ বছর ধরে ইংল্যান্ড সফর করলেও সর্বাধিক রান ছিল ৫৪। ইংল্যান্ডের দর্শকদের কটাক্ষকে মুখের মতো জবাব দিয়ে প্রথম সেঞ্চুরি পেয়ে গিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ১২৬ রানে অপরাজিত রয়েছেন। তবে এখনও ৮২ রানে পিছিয়ে। তাঁর ব্যাটেই আশার আলো দেখছে অস্ট্রেলিয়া।



Leave a Reply