Dhanashree Verma: সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার নাচের ভিডিয়ো সকলেই দেখেছেন। কিন্তু তিনি যে দারুণ রান্নাও করেন সদ্য তা জানা গেল।
ট্যালেন্টে ভরপুর চাহালের স্ত্রী, নাচতে নাচতে বিরিয়ানি বানালেন ধনশ্রী
নয়াদিল্লি : তাঁর নাচে অনেকেই মুগ্ধ। তিনি যে রান্নাতেও পারদর্শী তা এতদিন অনেকেই জানতেন না। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma) নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিয়ো সকলেই দেখেছেন। কিন্তু তিনি যে দারুণ রান্নাও করেন সদ্য তা জানা গেল। একেই বলে প্রতিভা। অনেক মানুষ থাকেন এক সময় একটা কাজ করেন। কিন্তু এই তালিকায় পড়েন না যুজবেন্দ্র চাহালের স্ত্রী। কারণ তিনি এক সময় শুধু রান্নাই করেননি। রান্নার সময় নাচও করছিলেন তিনি। সেই ভিডিয়ো নিজেই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কী রান্না করতে করতে নাচ করলেন চাহালের স্ত্রী ধনশ্রী?
আসলে রবিবার শখ করে রান্নাঘরে পৌঁছে গিয়েছিলেন চাহালের স্ত্রী ধনশ্রী। সেখানে তাঁদের বাড়িতে যিনি রান্না করেন তাঁর সঙ্গে রান্নার কাজে হাত লাগান ধনশ্রী। ছুটির দিনে সামনে যদি থাকে এক প্লেট বিরিয়ানি, ব্যাস আর কী চাই! ধনশ্রীও চিকেন বিরিয়ানিই বানিয়েছেন। তবে নাচতে নাচতে। এ বার চাহালপত্নীর এই ট্যালেন্টের দিকটিও জেনে গেলেন তাঁর অনুরাগীরা।
ইন্সটাগ্রামে নিজের চিকেন বিরিয়ানি বানানোর ভিডিয়ো পোস্ট করেছেন ধনশ্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘সকলেই জানেন আমি রান্না করতে এবং খেতে কতটা ভালোবাসি। আর তাই আজ রবিবার আমি ঠিক করেছি সুস্বাদু চিকেন বিরিয়ানি বানাব। আমি এবং আমাদের বাড়িতে যিনি রান্না করেন শুধু রবিবারই দুপুরের খাবারটা একসঙ্গে বানাতে পারি। তাই আমরা একসঙ্গে ঠিক করেছি নিজেদের জন্য এবং আমাদের প্রিয় নানির জন্য কিছু রান্না করব। একটা দারুণ দিন। আর আমি রান্না করতেও ভীষণ ভালোবাসি। একইসঙ্গে প্রিয়জনদের রান্না করে খাওয়াতেও ভালোবাসি। সনজোৎ খেরকে ধন্যবাদ। যিনি চিকেন বিরিয়ানির জন্য এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। তোমরা সকলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো।’
ধনশ্রীর নাচতে নাচতে চিকেন বিরিয়ানি বানানোর ভিডিয়োটি ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ এটিতে লাইক ও কমেন্ট করেছেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এই ভিডিয়োটিতে ১১ লক্ষ ৫৯ হাজার ৮৬টি লাইক হয়েছে। ৮ লক্ষ ৬৫ হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে।