আইএসএলের একটা মরসুমেও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। এ বার আর কোনও গড়িমসি নয়। শুরু থেকেই জোরকদমে দল গঠনের কাজ করছে ইস্টবেঙ্গল (East Bengal)।
লাল-হলুদে কামব্যাক খাবরার, ইস্টবেঙ্গলকে শক্তিশালী করতে ত্রিমূর্তির আগমন
Image Credit source: East Bengal FC
কলকাতা : নতুন মরসুমে যাবতীয় ভুল শোধরাতে মরিয়া লাল-হলুদ শিবির। আইএসএলের একটা মরসুমেও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। এ বার আর কোনও গড়িমসি নয়। শুরু থেকেই জোরকদমে দল গঠনের কাজ করছে ইস্টবেঙ্গল (East Bengal)। একে একে দেশি-বিদেশি ফুটবলারদের সই করিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এ বার লাল-হলুদ আরও শক্তিশালী হল। ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিন তারকা। হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাই এবং এডউইন সিডনি ভান্সপল। চলতি মাসের ৫ জুন TV9 Bangla জানিয়েছিল খাবরা আর মন্দারকে নিচ্ছে ইস্টবেঙ্গল। এ বার সেই খবরে শিলমোহর। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…