Emerging Women’s Asia Cup 2023: ভারত এ দলের ক্যাপ্টেন শ্বেতা শেরাওয়াত এবং পেসার তিতাস সাধুও বাকিদের সঙ্গে এই সেলিব্রেশনে মাতেন। ডিজনিল্যান্ডে বিভিন্ন রকম গেমসেও অংশ নেন ক্রিকেটাররা।
Image Credit source: Screengrab
কলকাতা: মহিলাদের এমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল ভারত। এরপর জিতেছে বৃষ্টি। গ্রুপ পর্বে ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচেও ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। গ্রুপ এ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
সোমবার সেমিফাইনালের ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার কথা ছিল ভারতের। যদিও বৃষ্টি পিছু ছাড়েনি। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিরও একই পরিণতি হয়। ক্রিকেটের থেকে ব্রেক দিতে সেমিফাইনালের চারটি দলকে দিয়ে হংকং ডিজনিল্যান্ড টুরের ব্যবস্থা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ সেমিফাইনাল দুটি হবে। যদি না ফের বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়।
পুরো টুর্নামেন্টেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গ্রুপ পর্বে বেশির ভাগ ম্যাচই ভেস্তে গিয়েছে। সেমিফাইনাল ম্যাচ নিয়েও আশঙ্কা। রিজার্ভ ডে-তেও না থাবা বসায় বৃষ্টি। সেমিফাইনাল দুটি হলে এবং ভারত ও পাকিস্তান জিতলে এমার্জিং এশিয়া কাপে স্বপ্নের ফাইনাল হতে পারে।
The semi-finalists 🇮🇳 🇵🇰🇧🇩 🇱🇰 visited the iconic Disneyland! 🤩
A fun outing before their high voltage ⚡️fixtures tomorrow! 😇#WomensEmergingTeamsAsiaCup #ACC pic.twitter.com/6PPrKA9gtw
— AsianCricketCouncil (@ACCMedia1) June 18, 2023
ক্রিকেটের বাইরের বিষয়ে আসা যাক একটু। এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেমিফাইনালে ওঠা চারটি দলের ক্রিকেটাররা ডিজনিল্যান্ডে। ভিডিয়োতে আকর্ষণীয় মুহূর্ত, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুকরণে সিউউ সেলিব্রেশন। ভারত এ দলের ক্যাপ্টেন শ্বেতা শেরাওয়াত এবং পেসার তিতাস সাধুও বাকিদের সঙ্গে এই সেলিব্রেশনে মাতেন। ডিজনিল্যান্ডে বিভিন্ন রকম গেমসেও অংশ নেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য মানসিক ভাবে অনেক বেশি তরতাজা থাকতে পারবেন ক্রিকেটাররা।