পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সুনীলের রেকর্ড কেমন?


TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: Jun 20, 2023 | 4:54 PM

SAFF Championship : বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে যে সবার চোখ থাকবে দুরন্ত ছন্দে থাকা সুনীল ছেত্রীর দিকে, তাতে সন্দেহ নেই। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফুটবলের সর্বাধিক গোলদাতার অতীত পারফরম্যান্স কেমন? রইল বিস্তারিত।

Jun 20, 2023 | 4:54 PM

২০০৫ সালে কোচ সুখবিন্দর সিংয়ের অধীনে ভারতীয় দল গিয়েছিল পাকিস্তান সফরে। এত গুরুত্বপূর্ণ সফর অথচ দলে ছিলেন না বাইচুং ভুটিয়া। কোচের মাথায় হাত। গোল করার লোক কই? বাইচুংয়ের অনুপস্থিতিতে সেদিন একটি ছোটখাটো চেহারার সুনীল ছেত্রী ভারতের মান রেখেছিলেন। সেটাই শুরু। (ছবি:টুইটার)

২০০৫ সালে কোচ সুখবিন্দর সিংয়ের অধীনে ভারতীয় দল গিয়েছিল পাকিস্তান সফরে। এত গুরুত্বপূর্ণ সফর অথচ দলে ছিলেন না বাইচুং ভুটিয়া। কোচের মাথায় হাত। গোল করার লোক কই? বাইচুংয়ের অনুপস্থিতিতে সেদিন একটি ছোটখাটো চেহারার সুনীল ছেত্রী ভারতের মান রেখেছিলেন। সেটাই শুরু। (ছবি:টুইটার)

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের মাটিতে তাদেরই বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সুনীল ছেত্রীর। ১২ জুন পাকিস্তানের কোয়েটার আয়ুব স্টেডিয়ামে সেদিন সুনীলকে নামিয়ে দিয়েছিলেন কোচ সুখবিন্দর সিং। (ছবি:টুইটার)

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের মাটিতে তাদেরই বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সুনীল ছেত্রীর। ১২ জুন পাকিস্তানের কোয়েটার আয়ুব স্টেডিয়ামে সেদিন সুনীলকে নামিয়ে দিয়েছিলেন কোচ সুখবিন্দর সিং। (ছবি:টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেন সুনীল। দলের অন্যতম জুনিয়র ও অনভিজ্ঞ সদস্যটি ভেবেছিলেন, তিনি সুযোগ পাবেন না। তবে সুনীলের উপর ভরসা রেখেছিলেন তৎকালীন কোচ। সেই ভরসার মর্যাদা দেন সুনীল ছেত্রী। (ছবি:টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেন সুনীল। দলের অন্যতম জুনিয়র ও অনভিজ্ঞ সদস্যটি ভেবেছিলেন, তিনি সুযোগ পাবেন না। তবে সুনীলের উপর ভরসা রেখেছিলেন তৎকালীন কোচ। সেই ভরসার মর্যাদা দেন সুনীল ছেত্রী। (ছবি:টুইটার)

পাকিস্তানের মাটিতে দেশের জার্সি গায়ে অভিষেকের ১৮ বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে সুনীলের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭টি। দেশের সর্বাধিক গোলদাতা। ১০০ গোলের হাতছানি তাঁর সামনে। (ছবি:টুইটার)

পাকিস্তানের মাটিতে দেশের জার্সি গায়ে অভিষেকের ১৮ বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে সুনীলের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭টি। দেশের সর্বাধিক গোলদাতা। ১০০ গোলের হাতছানি তাঁর সামনে। (ছবি:টুইটার)

কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যদিও এরপর পাক দলের বিরুদ্ধে আর কোনও গোল নেই ছেত্রীর। অভিষেক সিরিজে তিনটি ম্যাচ ছাড়া ২০০৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ও ২০১১ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ভারত জিতলেও গোল পাননি সুনীল। ২০১৩ সালেও সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ১-০ গোলে জয়ের ম্যাচে গোল পাননি সুনীল। (ছবি:টুইটার)

কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যদিও এরপর পাক দলের বিরুদ্ধে আর কোনও গোল নেই ছেত্রীর। অভিষেক সিরিজে তিনটি ম্যাচ ছাড়া ২০০৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ও ২০১১ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ভারত জিতলেও গোল পাননি সুনীল। ২০১৩ সালেও সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ১-০ গোলে জয়ের ম্যাচে গোল পাননি সুনীল। (ছবি:টুইটার)

যে দলের বিরুদ্ধে ২০০৫ সালে আন্তর্জাতিক কেরিয়ারের সূচনা করেন, ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সেই একই দলের বিরুদ্ধে নামছেন সুনীল। (ছবি:টুইটার)

যে দলের বিরুদ্ধে ২০০৫ সালে আন্তর্জাতিক কেরিয়ারের সূচনা করেন, ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সেই একই দলের বিরুদ্ধে নামছেন সুনীল। (ছবি:টুইটার)

সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে আসা ভারতীয় দল আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। সুনীল ছেত্রী অকপটে বলে দিয়েছেন, "প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন জয়টাই একমাত্র বিকল্প।" (ছবি:টুইটার)

সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে আসা ভারতীয় দল আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। সুনীল ছেত্রী অকপটে বলে দিয়েছেন, “প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন জয়টাই একমাত্র বিকল্প।” (ছবি:টুইটার)

পড়শি দেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল করেছিলেন সুনীল। হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। তেমনটা ধরে নিলে, অভিষেক পর্বের মতো শেষ ম্যাচেও জাদু ছড়াতে তৈরি সুনীল। (ছবি:টুইটার)

পড়শি দেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল করেছিলেন সুনীল। হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। তেমনটা ধরে নিলে, অভিষেক পর্বের মতো শেষ ম্যাচেও জাদু ছড়াতে তৈরি সুনীল। (ছবি:টুইটার)


Leave a Reply