বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়া! জিম্বাবোয়ের ম্যাচে ধোনির জার্সি হাতে হাজির এক ভক্ত


NED vs ZIM, ICC ODI World cup qualifier : বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়ার আরও এক প্রমাণ পাওয়া গেল চলতি ওডিআই বিশ্বকাপের বাছাই পর্বে। হারারেতে নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেখানেই পৌঁছে গিয়েছিলেন এক ধোনি ভক্ত।

বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়া! জিম্বাবোয়ের ম্যাচে ধোনির জার্সি হাতে হাজির এক ভক্ত

হারারে : বিশ্বের বিভিন্ন প্রান্তে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে মাতামাতির অন্ত নেই। দেশে তো বটেই, বিদেশেও প্রাক্তন ভারত অধিনায়কের ফ্যানেরা ছড়িয়ে রয়েছেন। ক্যাপ্টেন কুলকে এখন শুধু আইপিএলে খেলতে দেখা যায়। কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা, উত্তেজনা সবই বেড়েছে। বিশ্বজুড়ে মাহি-ম্যানিয়ার আরও এক প্রমাণ পাওয়া গেল চলতি ওডিআই বিশ্বকাপের বাছাই পর্বে। হারারেতে নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেখানেই পৌঁছে গিয়েছিলেন এক ধোনি ভক্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপের বাছাই পর্বের এক ম্যাচে হাজির হয়েছিলেন মাহির এক ভক্ত। ধোনির সিএসকে জার্সি হাতে সেই ভক্তর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



Leave a Reply