অশ্বিনের সতীর্থর ভেতর সূর্যকুমারের আত্মা! হতবাক হয়ে সকলে দেখলেন সেই ক্রিকেটারের অদ্ভূত শট


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jun 22, 2023 | 9:28 AM

Watch Video : ভারতের সিনিয়র তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন টিএনপিএলে খেলেন। এবং তিনি এই মরসুমে নেতৃত্বও দিচ্ছেন ডিন্ডিগুল ড্রাগন্স টিমকে। সেখানেই অশ্বিনের এক সতীর্থর উপর যেন ঢুকে পড়েছিল সূর্যকুমার যাদবের আত্মা! কেন এমনটা বলা হচ্ছে? ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন।

TNPL : অশ্বিনের সতীর্থর ভেতর সূর্যকুমারের আত্মা! হতবাক হয়ে সকলে দেখলেন সেই ক্রিকেটারের অদ্ভূত শট

TNPL : অশ্বিনের সতীর্থর ভেতর সূর্যকুমারের আত্মা! হতবাক হয়ে সকলে দেখলেন সেই ক্রিকেটারের অদ্ভূত শট

ডিন্ডিগুল : দেশে বিদেশে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আইপিএলের মতো এতটা জনপ্রিয় কোনও লিগই নয়। এ বার আইপিএলে খেলা একাধিক ক্রিকেটারকে খেলতে দেখা যাচ্ছে টিএনপিএলে (TNPL)। ২০১৬ সাল থেকে চলছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। এ বারের রোমাঞ্চকর টিএনপিএল এগিয়ে চলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের রমরমার মধ্যে এ বারের টিএনপিএলের বিভিন্ন ঘটনা লাইমলাইটে চলে আসছে। এ বার এই লিগের এক ম্যাচে এমন ঘটনা ঘটল যা মনে করিয়ে দিল ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। আইপিএলে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু টিএনপিএলে তিনি খেলেন না। তবে ভারতের সিনিয়র তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন এই লিগে খেলেন। এবং তিনি এই মরসুমে নেতৃত্বও দিচ্ছেন ডিন্ডিগুল ড্রাগন্স টিমকে। সেখানেই অশ্বিনের এক সতীর্থর উপর যেন ঢুকে পড়েছিল সূর্যকুমার যাদবের আত্মা! কেন এমনটা বলা হচ্ছে? ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply