দেশ তো বটেই, সারা ক্রিকেট দুনিয়া জুড়ে ধোনির অসংখ্য ভক্ত। তাঁরা চান, ধোনি অন্তত আর একটা আইপিএল খেলুন। ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ধোনি নিজেও নাকি চাইছেন আগামী আইপিএলে খেলতে। এই পরিস্থিতি সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের মন্তব্য় জল্পনা বাড়িয়ে দিয়েছে। কী বললেন ধোনিকে নিয়ে?
Image Credit source: Twitter
চেন্নাই: বিয়াল্লিশেও আগুন রয়েছে। খিদে রয়েছে খেলার। এ বারের আইপিএলে প্রমাণ করেছেন। তাতেও যে থামছে না প্রশ্ন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সদ্য শেষ হওয়া আইপিএলে সবচেয়ে চর্চিত ক্রিকেটার ছিলেন। চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি নিজেকেও মেলে ধরেছিলেন। ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে, এখনও ধোনির বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। হাঁটুর চোট নিয়ে খেলেছেন পুরো টুর্নামেন্ট। আইপিএল (IPL) শেষ হওয়ার পর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে মাহির। আপাতত বিশ্রামে কাটাচ্ছেন তিনি। ফিট হতে হয়তো সময় লাগবে। কিন্তু ধোনি কি আবার কিপিং গ্লাভস কিংবা ব্যাট হাতে মাঠে নামবেন? দেশ তো বটেই, সারা ক্রিকেট দুনিয়া জুড়ে তাঁর অসংখ্য ভক্ত। তাঁরা চান, ধোনি অন্তত আর একটা আইপিএল খেলুন। ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ধোনি নিজেও নাকি চাইছেন আগামী আইপিএলে খেলতে। এই পরিস্থিতি সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের (Kasi Viswanathan) মন্তব্য় জল্পনা বাড়িয়ে দিয়েছে। কী বললেন ধোনিকে নিয়ে? পড়ে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসে খেলছেন ধোনি। পাঁচবার আইপিএল জিতিয়েছেন টিমকে। ভবিষ্যতের দিকে তাকিয়ে ধোনির বিকল্প কি খুঁজে পেয়েছে সিএসকে? তা অবশ্য বলা যাচ্ছে না। ধোনি সরে গেলে নতুন নেতা কে হবেন, তা পরিষ্কার নয়। এর মধ্যে কাশী বলে দিচ্ছেন, ‘ধোনি খুব ভালো করে জানে, আগামী দিনে ওকে কী করতে হবে।’ কাশী যা বলছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ধোনি নিজের ছন্দেই এগিয়েছেন বরাবর। দেশের হয়ে কবে অবসর নেবেন, এই প্রশ্ন এক সময় প্রবল ভাবে দেখা দিয়েছিল। ২০১৯ সালে আইপিএলের ট্রেনিং ক্যাম্প চলাকালীন হঠাৎই অবসর ঘোষণা করে দিয়েছিলেন মাহি। ঠিক সে ভাবেই আচমকা ছেড়ে দিয়েছিলেন টেস্টের ক্যাপ্টেন্সি। আইপিএলের ক্ষেত্রেও তাই হয়তো করবেন। সবাই যখন ধরে নেবেন, ধোনি আরও খেলতে চান, তখনই সবাইকে চমকে দিয়ে সরে দাঁড়াবেন আইপিএল থেকে। তাই ধোনিকে নিয়ে আগাম কিছু বলা খুব মুশকিল।
কাশী অবশ্য একই সঙ্গে বলছেন, ‘ধোনি যদি আইপিএল থেকে অবসর সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেয়, ও সরাসরি টিমের মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে কথা বলবে। এটাও ভুলে গেলে চলবে না, চেন্নাইয়ের সঙ্গে ওর ২০০৮ সাল থেকে সম্পর্ক। সেই সম্পর্ক আগামী দিনেও থাকবে, এটা বলতে কোনও দ্বিধা নেই।’
ধোনি মাঠে থাকলে সারা গ্যালারি তাঁকে নিয়েই মেতে থাকে। কিন্তু ধোনি যদি আর প্লেয়ার না থাকেন, একই রকম উন্মাদনা দেখাবেন সমর্থকরা? প্রাক্তনদের তালিকাভুক্ত ক্রিকেটারদের নিয়ে শ্রদ্ধা থাকে, কিন্তু উন্মাদনা থাকে না। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ধোনি ডাগআউটে বসলে কি তাই হবে?