‘স্টিমাচের দোষ ছিল, কিন্তু শাস্তিটা কঠোর হয়েছে’, কে বললেন এমন কথা?


TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jun 22, 2023 | 10:54 AM

SAFF Championship 2023: এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে (Pakistan) ৪-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করল সুনীল ছেত্রীর ভারত (India)।

India vs Pakistan : 'স্টিমাচের দোষ ছিল, কিন্তু শাস্তিটা কঠোর হয়েছে', কে বললেন এমন কথা?

‘স্টিমাচের দোষ ছিল, কিন্তু শাস্তিটা কঠোর হয়েছে’, কে বললেন এমন কথা?

Image Credit source: Twitter

বেঙ্গালুরু : ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ মানেই চূড়ান্ত উত্তেজনা। এই ছবি বেশ পরিচিত। ২২ গজ হোক বা ফুটবলের ময়দান যখনই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয়েছে বিরাট উত্তেজনা ছড়িয়েছে। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) বল গড়িয়েছে গতকাল, ২১ জুলাই। প্রথম দিনই মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর ভারত ও ইসা সুলেমানের পাকিস্তান। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচের উত্তেজনা পৌঁছায় চরমে। হাতাহাতি থেকে লাল কার্ড — সবই দেখা গিয়েছে এই ম্যাচে। নেপালের রেফারি সুনীল ছেত্রীদের হেডস্যার ইগর স্টিমাচকে এই ম্যাচে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। স্টিমাচকে এই শাস্তি দেওয়াটা কি ঠিক হয়েছে? এই নিয়ে কী বলছে ভারতীয় শিবির? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply