ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিলেও আইপিএলে অবশ্য কোচিং করান রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের হয়ে দু’বছর কোচিং করান তিনি।
Image Credit source: Twitter
সিডনি: গত বছরই ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর কোচিংয়ে টেস্টে ভালোই পারফর্ম করে ইংল্যান্ড। অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে ০-৪ পর্যুদস্ত হওয়ার পরই কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নেতৃত্ব হারান জো রুট। চাকরি যায় ব্যাটিং মেন্টর গ্রাহাম থর্প আর ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসের। এরপরই নতুন ভাবে সাজিয়ে তোলা হয় ইংল্যান্ডের কোচিং স্টাফকে। শুধুমাত্র টেস্ট দলের জন্য কোচিংয়ের ভার তুলে দেওয়া হয় ব্রেন্ডন ম্যাকালামকে। ক্রিস সিলভারউডকে সরিয়ে সাদা বলের কোচের দায়িত্ব নেন ম্য়াথু মট। তবে প্রাক্তন কিউয়ি অধিনায়কের আগে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল রিকি পন্টিংয়ের কাছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই সেই কথা জানিয়েছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
এক সাক্ষাত্কারে এক বছর আগের কথা ফাঁস করেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ম্যাকালামের আগে আমার কাছে চাকরির প্রস্তাব দেয় ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর রবার্ট কি। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিই। এরপরই ম্যাকালামকে কোচ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক পর্যায়ে ফুলটাইম কোচ হওয়ার জন্য আমি এখনও প্রস্তুত নই। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে চাই, ঘুরতে চাই। এই মুহূর্তে কোনও আন্তর্জাতিক দলের কোচ হয়ে সময়গুলো নষ্ট করতে চাই না।’
ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিলেও আইপিএলে অবশ্য কোচিং করান রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের হয়ে দু’বছর কোচিং করান তিনি। যদিও পন্টিংয়ের কোচিংয়ে আইপিএলে সাফল্যের ধারে কাছেও পৌঁছায়নি দিল্লি। এ দিকে ম্যাকালামের কোচিংয়ে ইংল্যান্ড টেস্ট দল সাফল্যের মুখ দেখে। অ্যাসেজে প্রথম টেস্টে হারলেও শেষ ১৩টা টেস্টের মধ্যে ১১টাতেই জেতে ইংল্যান্ড।