Vitality Blast : দ্য ওভালে ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল মিডলসেক্স ও সারে। ইংল্যান্ডের এই টি-২০ ব্লাস্টে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছেন আইপিএলে আরসিবির হয়ে খেলা ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks)।
৬,৬,৬,৬,৬… আরসিবির উইল জ্যাকস ফেরালেন কেকেআরের রিঙ্কুর স্মৃতি
Image Credit source: Twitter
ওভাল : ভাইটালিটি ব্লাস্টে লাগল আইপিএলের তড়কা… ওভালে এ বার কেকেআরের রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫ ছয়ের স্মৃতি ফেরালেন আরসিবির এক তারকা। দ্য ওভালে ভাইটালিটি ব্লাস্টের (Vitality Blast) ম্যাচে মুখোমুখি হয়েছিল মিডলসেক্স ও সারে। ইংল্যান্ডের এই টি-২০ ব্লাস্টে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছেন সারের উইল জ্যাকস। ভারতের তারকা অলরাউন্ডার ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় বলে ছ’টি ছক্কা মেরেছিলেন। অল্পের জন্য সেই নজির হাতছাড়া করলেন উইল জ্যাকস (Will Jacks)। মিডলসেক্সের বিরুদ্ধে ৪৫ বলে ৯৬ রান করেন উইল। মাত্র ৪ রানের জন্য তাঁর সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। কিন্তু তাঁর ৫ বলে ৫ ছক্কা নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…