Vitality Blast : টি-২০তে রানের বর্ষণ,২৫৩ রানের পাহাড় টপকে বিশাল জয়ের রেকর্ড!


Record Run Chase : দ্য ওভালে আয়োজিত সেই ম্যাচে ছুটল রানের ফুলঝুরি। চার ও ছয়ের বন্যা। দুই ইনিংস মিলিয়ে ৫০০-র উপরে রান উঠেছে!

Image Credit source: Twitter

ওভাল: আইপিএল শেষ হতেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে বিভিন্ন টি-২০ লিগ। ইংলিশ ও ওয়েলশ ফার্স্ট ক্লাস কাউন্টি ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট চলছে পুরোদমে। বেশ চর্চায় রয়েছে এই টি-২০ টুর্নামেন্ট। বৃহস্পতিবারের ম্যাচটিকেই ধরা যাক। ম্যাচটি ছিল সারে ও মিডলসেক্সের মধ্যে। সেটি আবার টুর্নামেন্টের শততম ম্যাচ। দ্য ওভালে আয়োজিত ম্যাচটিতে ছুটল রানের ফুলঝুরি। চার ও ছয়ের বন্যা। দুই ইনিংস মিলিয়ে ৫০০-র উপরে রান উঠেছে! আইপিএলে রিঙ্কু সিংয়ের স্মৃতি উসকে ম্যাচে দেখা গিয়েছে পরপর পাঁচটি ছয়। এর পাশাপাশি দারুণ রেকর্ড গড়া হয়েছে সারে বনাম মিডলসেক্স ম্যাচে। টি-২০ ফরম্যাটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া হয়েছে এদিনের ম্যাচে। টি-২০ ব্লাস্টে এই প্রথম কোনও টিম আড়াইশোর বেশি রান তাড়া করে জিতেছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।



Leave a Reply