ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল জিম্বাবোয়ে


World Cup 2023 Qualifier: ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। আটটি দল নিশ্চিত। দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে জায়গা করে নেবে।

Image Credit source: twitter

আর মাত্র কয়েক মাস। বা বলা ভালো কয়েকটা সপ্তাহ। ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। আটটি দল নিশ্চিত। দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে জায়গা করে নেবে। জিম্বাবোয়েতে চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল জিম্বাবোয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের আগে নিঃসন্দেহে ফেভারিট ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের মাঝপথ অবধিও কেউ ভাবেনি জিম্বাবোয়ে জিততে পারে। কিন্তু সব হিসেব উল্টে দিল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৫ রানের জয়। ফুল পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে জায়গা করে নিল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে গেলেও এই হারে নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেবে।

Leave a Reply