Jemimah Rodrigues-Arjun Tendulkar: সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রডরিগজ ছেলেবেলা থেকেই একে অপরকে চেনেন।
‘দীর্ঘপথ পেরিয়ে…’, সচিনপুত্রর সঙ্গে ছবি পোস্ট জেমাইমার
নয়াদিল্লি : তাঁদের পরিচয় এক দশক আগে। ক্রিকেটের মাধ্যমেই হয়েছিল প্রথম দেখা। সদ্য ইন্সটাগ্রামে সচিনপুত্রর সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। ছেলেবেলা থেকেই অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ও জেমাইমা একে অপরের পরিচিত। সেই ছবিতে দেখা গিয়েছে জেমাইমার পরনে বার্সেলোনার জার্সি এবং পায়ে ক্রিকেট প্যাড। অর্জুন পরেছিলেন একটি হাফ স্লিভ টি-শার্ট। তাঁর পায়েও ছিল ক্রিকেট প্যাড। কোথায় দেখা হল তাঁদের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সেই অনূর্ধ্ব-১২ টিমে খেলার সময় ক্রিকেটের হাত ধরেই তাঁদের পরিচয় হয়েছিল। একই কোচের অধীনে ছেলেবেলায় অনুশীলন করতেন তাঁরা। দীর্ঘদিন পর আবার তাঁদের দেখা হল। জেমাইমার ছবি দেখে পরিস্কার যে, তাঁরা নেট অনুশীলনের পর ওই ছবি তুলেছেন। দীর্ঘদিন পর ফের নেটে একসঙ্গে অনুশীলন করলেন অর্জুন ও জেমাইমা। স্বাভাবিকভাবেই ছেলেবেলার স্মৃতি ভিড় করেছিল দু’জনের মনে।