SAFF Football 2023: স্টিমাচের কোচিংয়ে নেপালের বিরুদ্ধে চার বার খেলেছে ভারত। শেষ সাক্ষাৎ ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নেপালের বিরুদ্ধে চার বারের সাক্ষাতে তিনটি জয় একটি ড্র।
Image Credit source: AIFF
শুরুটা ভালো হয়েছে। এ বার লক্ষ্য সেমিফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সামনে আজ নেপাল। প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাটট্রিক করেন। আর একটি গোল তরুণ উদান্ত সিংয়ের। নেপালের বিরুদ্ধে জিতলে এবং দিনের প্রথম ম্যাচে কুয়েত ড্র কিংবা হারলে সেমিফাইনাল নিশ্চিত ভারতের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয় ভারতের। যদিও ম্যাচে উত্তেজনা ছিল। রেড কার্ড দেখেন ভারতের হেড কোচ ইগর স্টিমাচ। নেপালের বিরুদ্ধে বেঞ্চে থাকতে পারবেন না তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে থাকবেন স্টিমাচ। আপতত দায়িত্ব সামলাচ্ছেন সহকারি কোচ মহেশ গাওলি।
সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে লেবাননের মতো শক্তিশালী দলকে ২-০ ব্যবধানে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা। সাফ চ্যাম্পিয়নশিপেও প্রথম ম্যাচে জয়। ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয় রক্ষণ ভাগের পারফরম্যান্স। সন্দেশ ঝিংগানের সঙ্গে তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি দুর্দান্ত পারফর্ম করছেন। ইন্টারকন্টিনেন্টাল কাপে কোনও গোল খায়নি ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধেও ক্লিনশিট বজায় রেখেছে ভারতের ডিফেন্স।
নেপালের বিরুদ্ধে জয় এবং সেমিফাইনালই প্রাথমিক লক্ষ্য ভারতের। ক্লিনশিট ধরে রাখা এবং গ্রুপের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাই লক্ষ্য। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের কথায়, ‘পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। ওই ম্যাচটা আমাদের কাছে এখন অতীত। প্রত্যেকেই নতুন ম্যাচ নিয়ে ভাবছে। টুর্নামেন্টের প্রত্যেকটি দলকেই আমরা সমান ভাবে দেখছি। তবে প্রতিপক্ষর চেয়ে নিজেদের দক্ষতার ওপরই ভরসা রাখছি।’
পাকিস্তান ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ভারতের কোচ লাল-কার্ড দেখেন। সেই প্রসঙ্গে স্টিমাচ বলছেন, ‘গত ম্যাচে যা হয়েছে সেটা রাগের মাথায় নয়। আমার ছেলেদের সুরক্ষিত রাখাই লক্ষ্য ছিল। জানতাম শাস্তি পেতে পারি। এর জন্য কার্ড দেখতে হলেও ক্ষতি নেই।’
স্টিমাচের কোচিংয়ে নেপালের বিরুদ্ধে চার বার খেলেছে ভারত। শেষ সাক্ষাৎ ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নেপালের বিরুদ্ধে চার বারের সাক্ষাতে তিনটি জয় একটি ড্র।
ভারত বনাম নেপাল, সন্ধে ৭.৩০, সরাসরি ফ্যানকোড ও ডিডি স্পোর্টসে