Women Ashes: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চলছে মহিলাদের অ্যাসেজ। টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। সেখানেই ইংল্যান্ড টিমের হয়ে ৮৮ বছরের এক রেকর্ড ভেঙেছেন ট্যামি বোমন্ট (Tammy Beaumont)।
৮৮ বছরের রেকর্ড ভেঙে অ্যাসেজে কীর্তি ইংল্যান্ডের ট্যামি বোমন্টের
Image Credit source: Twitter
নটিংহ্যাম : জমজমাটি অ্যাসেজ। শতরানের পাল্টা এল ডাবল সেঞ্চুরি। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিরাট কীর্তি গড়লেন ইংল্যান্ডের তারকা ট্যামি বোমন্ট। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের মেয়েরা এখন মহিলাদের অ্যাসেজ খেলছে। সেখানেই ডবল সেঞ্চুরি হাঁকিয়ে বোমন্ট ভেঙে ফেলেছেন ৮৮ বছরের এক রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড এখন ট্যামি বোমন্টের দখলে।
বিস্তারিত আসছে…