বোলার প্রথমে পকেট থেকে কাগজ বের করলেন তাতে চোখ বুলিয়ে কিছু একটা পড়ে নিলেন। তারপর বল করলেন।
Image Credit source: Twitter
হারারে: পরীক্ষা দিতে যাওয়ার আগে শেষবার বই, খাতায় চোখ বুলিয়ে নেওয়া স্বাভাবিক। আবৃত্তি বা অভিনয়ের জন্য স্টেজে উঠে কাগজে চোখ বুলিয়ে নিতে হয়। কিন্তু ২২ গজে কখনও এমন ঘটনা দেখেছেন? অবাক মনে হলেও এমনটাই ঘটেছে জিম্বাবোয়েতে চলতি ওডিআই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। বোলার প্রথমে পকেট থেকে কাগজ বের করলেন তাতে চোখ বুলিয়ে কিছু একটা পড়ে নিলেন। তারপর বল করলেন। তিনি হলেন স্কটল্যান্ডের বোলার মার্ক ওয়াট। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে এভাবে কাগজের টুকরো বের করে মাঠেই পড়তে দেখা গিয়েছে মার্ককে। কাগজ পড়ে বল করে একটি উইকেটও পান তিনি। ওই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। খোদ আইসিসি ভিডিয়ো শেয়ার করেছে।
বিস্তারিত আসছে…