আইপিএলের ফর্ম TNPL এও, শীঘ্রই কি জাতীয় দলে সাই সুদর্শন?


TNPL : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দলের দরজায় কড়া নেড়েছেন এবং দেশের জার্সিতে খেলেছেন এমন ক্রিকেটারদের তালিকাটাও বেশ লম্বা। এ বারের আইপিএলে এক ঝাঁক তরুণ নজর কেড়ে নিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন – কেকেআরের রিঙ্কু সিং, মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা, গুজরাট টাইটান্সের সাই সুদর্শনরা।

আইপিএলের ফর্ম TNPL এও, শীঘ্রই কি জাতীয় দলে সাই সুদর্শন?

চেন্নাই : ‘যত্র প্রতিভা অবসর প্রাপ্যনতি’… এই সংস্কৃত শ্লোক রয়েছে আইপিএল ট্রফির গায়ে। যার অর্থ হল – যেখানে প্রতিভাকে সুযোগ দেওয়া হয়। আইপিএলকে বরাবরই বলা হয় তরুণদের যোগ্যতা প্রমাণের মঞ্চ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দলের দরজায় কড়া নেড়েছেন এবং দেশের জার্সিতে খেলেছেন এমন ক্রিকেটারদের তালিকাটাও বেশ লম্বা। এ বারের আইপিএলে এক ঝাঁক তরুণ নজর কেড়ে নিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন – কেকেআরের রিঙ্কু সিং, মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা, গুজরাট টাইটান্সের সাই সুদর্শনরা। ক্রিকেট বিশেষজ্ঞরা বার বার বোর্ডকে তরুণ ক্রিকেটারে ভরসা দেখানোর কথা বলছেন। অনেকেই বলছেন, চলতি বছরে রিঙ্কু-সাইরা জাতীয় দলে ডাক পেতেই পারেন। আর তার জন্য কোনও খামতি রাখছেন না এই তরুণ ক্রিকেটাররা। যেমন- সুযোগের সদ্ব্যবহার করছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তিনি এখন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ব্যস্ত। ঠিক যেন আইপিএলের (IPL) ফর্মই তিনি বয়ে নিয়ে চলেছেন টিএনপিএলে (TNPL)। অনেক ক্রিকেট প্রেমীর চোখ এখন রয়েছে চলতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। সেখানে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে সাইকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

TNPL এ সাইয়ের ‘সুদর্শন’ ইনিংস

চেন্নাইয়ের তরুণ ব্যাটার সাই সুদর্শন আইপিএলের মতোই একের পর এক নজরকাড়া ইনিংস উপহার দিয়ে চলেছেন টিএনপিএলে। এ বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাই সুদর্শন খেলছেন লাইকা কোভাই কিংসের জার্সিতে খেলছেন। অতীতে টিএনপিএলে তিনি চিপক সুপার গিলিস দলের হয়ে খেলেছেন। মাত্র ২১ বছর বয়সেই প্রতি ম্যাচে নিজের চাপ রেখে যাওয়ার চেষ্টা করেন সাই। চলতি টিএনপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছেন সাই। তার মধ্যে রয়েছে ৪টি অর্ধশতরান।

১৬তম আইপিএলে গুজরাটের হয়ে কেন উইলিয়ামসনের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন সাই। এরপর পুরো মরসুমে মোট ৮টি ম্যাচে খেলেছিলেন। এবং প্রাপ্তি ৩৬২ রান। ছিল ৩টি হাফসেঞ্চুরি। আইপিএলের ফাইনালে সিএসকের বিরুদ্ধে গুজরাটের হয়ে দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন। যদিও মাত্র ৪ রানের জন্য তাঁর শতরান হাতছাড়া হয়েছিল। কিন্তু সাইয়ের ওই ইনিংস নিয়ে কম আলোচনা হয়নি। এ বার তিনি টিএনপিএলেও ব্যাট হাতে ঝড় তুলছেন। তামিলনাড়ুর এই টি-২০ লিগে শেষ ৫টি ম্যাচে তিনি করেছেন যথাক্রমে – ৮৬, ৯০, ৬৪*, ৭ ও ৮৩। চলতি টিএনপিএলে সাই এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।

আয়ার্ল্যান্ড সফরে ডাক পেতে পারেন সাই সুদর্শন?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। অতীতে দেখা গিয়েছে আয়ার্ল্যান্ড সফরে তরুণ ক্রিকেটারদের পাঠায় বিসিসিআই। গত বারের আয়ার্ল্যান্ড সফরেও তেমনটা দেখা গিয়েছিল। ঋতুরাজ গায়কোয়াড়, উমরান মালিকদের মতো তরুণরা গিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ার্ল্যান্ডে খেলতে। ক্রিকেট মহলের মতে, এ বারের আইপিএলে নজর কেড়ে নেওয়া রিঙ্কু সিং, তিলক ভার্মা ও সাই সুদর্শনরাও তেমন সুযোগ পেতে পারেন।

Leave a Reply