৩৬তম জন্মদিনে ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফিরে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ম্যাক্সি রডরিগেজের ফেয়ারওয়েল ম্যাচে খেললেন মেসি। নিজের জন্মদিনে হ্যাটট্রিকও করেছেন মেসি। ওই ম্যাচের আগে আলোর রোশনাই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
Jun 25, 2023 | 4:30 PM