মহেশ ও মহেশ, ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখে দুটোই নাম!


SAFF Football 2023, Mahesh Gawli: ক্যাপ্টেন সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিংগানদের মতো সিনিয়র প্লেয়ারদের সঙ্গে খেলে উঠে আসছে একঝাঁক তরুণ ফুটবলার। তাঁদের মধ্যে অন্যতম নাওরেম মহেশ।

Image Credit source: twitter

বেঙ্গালুরু: ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এ বার নজরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়। সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারতীয় ফুটবল দল। শনিবার নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচেই দেশের জার্সিতে প্রথম গোল করেছেন নাওরেম মহেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রেড কার্ড দেখেছিলেন হেড কোচ ইগর স্টিমাচ। ফলে নেপালের বিরুদ্ধে বেঞ্চে থাকতে পারেননি। পাকিস্তান ম্যাচের দ্বিতীয়ার্ধ এবং নেপালের বিরুদ্ধে বেঞ্চে থেকে দল পরিচালনা করে সহকারি কোচ মহেশ গাওলি। শিবিরেই শুধু নয়, ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখেও এখন মহেশ এবং মহেশের নাম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্যাপ্টেন সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিংগানদের মতো সিনিয়র প্লেয়ারদের সঙ্গে খেলে উঠে আসছে একঝাঁক তরুণ ফুটবলার। তাঁদের মধ্যে অন্যতম নাওরেম মহেশ। এখনও পর্যন্ত যতটুকু সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচটা তাঁর কাছে আরও বেশি স্মরণীয়। দেশের জার্সিতে প্রথম গোল। নেপালের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। প্রথম গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল নাওরেম মহেশেরই।

দলের আক্রমণ ভাগের তরুণ ফুটবলারকে নিয়ে উচ্ছ্বসিত সহকারী কোচ মহেশ গাওলি। প্রথম গোলের ক্ষেত্রে ভূমিকা ছিল মহেশের। বাঁ দিক থেকে প্রচণ্ড গতিতে উঠেছিলেন। তাঁর পাস থেকেই গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। সহকারী কোচ মহেশ গাওলির কথায়, ‘নাওরেমের ক্রসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কেন না, সুনীল গোল করার পর থেকে ম্যাচের শেষ মুহূর্ত অবধি আমরাই দাপট দেখিয়েছি। সুনীলের গোলটাই দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিল।’

GHORER BIOSCOPE COUNTDOWN

প্রথম গোলে অ্যাসিস্ট, তারপর নিজের প্রথম গোল। ইম্ফলে ত্রি-দেশীয় টুর্নামেন্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নাওরেম মহেশের। অবশেষে দেশের জার্সিতে গোলও এল। কেরিয়ারের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। নাওরেমকে নিয়ে সহকারী কোচ মহেশ গাওলি বলছেন, ‘দুর্দান্ত প্লেয়ার। আমরা ওকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখছি।’

Leave a Reply