মহেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চায় ইস্টবেঙ্গল


Naorem Mahesh: নাওরেম মহেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। ইনভেস্টর কর্তাদের কাছেও আবেদন করেছেন ক্লাবের কর্তারা। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে শহরে ফিরলেই মহেশের সঙ্গে চুক্তি বাড়িয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল।

মহেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চায় ইস্টবেঙ্গল

Image Credit source: Twitter

কলকাতা : ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতেই তাঁর উত্থান। গত বছর লাল-হলুদ জার্সিতেই নিজের জাত চিনিয়েছিলেন। সেই সুবাদে মিলেছে জাতীয় দলের টিকিট। দেশের জার্সিতেও নিজেকে মেলে ধরেছেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh)। সাফ চ্যাম্পিয়নশিপে (SAAF Championship) নেপাল ম্যাচের পর মহেশের ভূয়ষী প্রশংসা করেন দলনায়ক সুনীল ছেত্রী। ধারাবাহিকতা দেখাতে চান মহেশ নিজেও। প্রতিভাবান এই উইঙ্গারকে দলে নিতে ঝাঁপিয়েছে আইএসএলের অন্যান্য দলগুলো। আরও এক বছর ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে মহেশের। তবে তাঁকে রেখে দেওয়াই এখন পাখির চোখ লাল-হলুদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নাওরেম মহেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। ইনভেস্টর কর্তাদের কাছেও আবেদন করেছেন ক্লাবের কর্তারা। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে শহরে ফিরলেই মহেশের সঙ্গে চুক্তি বাড়িয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল। আইএসএলের বেশ কয়েকটি দল টাকার থলি নিয়ে অপেক্ষায় রয়েছে মহেশের জন্য। এমনকি মোহনবাগানের নজরেও আছেন মণিপুরের এই ফুটবলার। মহেশের এজেন্টের সঙ্গে কথা বলে তড়িঘড়ি ডিল ফাইনাল করতে চায় ইস্টবেঙ্গল।

এ দিকে গোলকিপার প্রভসুখন গিলকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। এখনও চূড়ান্ত কোনও কথাবার্তা না হলেও আশা ছাড়ছে না লাল-হলুদ। রহিম আলির জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চাইছে চেন্নাইয়িন এফসি। সেই দৌড় থেকে আপাতত কিছুটা পিছিয়ে এসেছে। এ দিকে ইভান গঞ্জালেজকে ছাড়ার জন্য ক্লাব রাজি। ৬ মাসের ক্ষতিপূরণ দিয়ে ইভানকে ছাড়তে চায় ক্লাব। ইনভেস্টর কর্তারা এখনও গড়িমসি করছেন। এ বার দেখার শেষ অবধি কী হয়।

Leave a Reply