সামনেই এশিয়ান গেমস, জাতীয় মহিলা দলের কোচের ইস্তফা


India Women’s Team Head Coach: এশিয়ান গেমসের জন্য আপাতত যোগ্যতা অর্জন করেছেন নিখাত জারিন ও লাভলিনা বোরগোহাই। বেশ কয়েক জন বক্সার জাতীয় শিবিরে রয়েছে।

Image Credit source: twitter

নয়াদিল্লি: এশিয়ান গেমসের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। চিনের গুয়াংঝৌতে হবে এ বারের এশিয়ান গেমস। তার আগে জাতীয় দলের কোচ পদত্যাগ করলেন। ভারতীয় বক্সিং দলের হেড কোচ ভাস্কর ভাট নতুন দায়িত্ব নিচ্ছেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) হাইপারফরম্যান্স ডিরেক্টর পদে যোগ দিচ্ছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসের সঙ্গে যোগ রয়েছে প্যারিস অলিম্পিকেরও। আগামী বছর প্যারিস অলিম্পিক। ভারতীয় বক্সারদের জন্য যোগ্যতা অর্জনের প্রথম পর্ব এশিয়ান গেমস। এ মাসের শুরুতে সাইয়ের হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। সাইয়ের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে দায়িত্ব সামলাবেন ভাস্কর।

ভারতীয় বক্সিং দলের সদ্য প্রাক্তন কোচ ভাস্কর ভাট সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘আমাকে যখন সাইয়ের হাইপারফরম্যান্স ডিরেক্টর করা হল, এর সঙ্গে দায়িত্বও বাড়ে। নতুন দায়িত্বর সঙ্গে ন্যায় করতে চাই। নতুন দায়িত্বেই মনোনিবেশ করতে চাইছি।’

ভারতীয় বক্সিং একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর অক্টোবরে হাইপারফরম্যান্স হিসেবে যোগ দেন আয়ার্ল্যান্ডের বার্নার্ড ডুনে। এ বছর ফেব্রুয়ারিতে দ্রোণাচার্য সম্মান প্রাপ্ত সিএ কুটাপ্পা পুরুষদের বক্সিং দলের কোচ হিসেবে যোগ দেন। নরেন্দ্র রানার স্থলাভিষিক্ত হন কুটাপ্পা। পুরুষ ও মহিলা বক্সিং দলে বিদেশি কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দিমিত্রি মিত্রুক। মহিলা দলের কোচের পদ থেকে ভাস্কর ভাট সরে যাওয়ায় চাপ বাড়ল।

সেই ২০২১ সালের নভেম্বরে ভারতীয় মহিলা বক্সিং দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল ভাস্কর ভাটকে। তার আগে ২০১৭ সাল থেকে যুব দলের দায়িত্বে ছিলেন। ২০০৫-২০১২ সিনিয়র মহিলা দলে কিছুদিনের জন্য সহকারী কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে ২০২২ সালে ইস্তানবুল বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক এনেছিল ভারত।

এশিয়ান গেমসের জন্য আপাতত যোগ্যতা অর্জন করেছেন নিখাত জারিন ও লাভলিনা বোরগোহাই। বেশ কয়েক জন বক্সার জাতীয় শিবিরে রয়েছে। তাঁদের মধ্যে থেকে কারা সুযোগ পাবেন, নিশ্চিত নয়।

Leave a Reply