India-Pakistan : বরাবরই পাকিস্তানের অন্যতম পছন্দের ভেনু ইডেন গার্ডেন্স। পছন্দের ভেনুর কথা আগেই জানিয়েছিল পিসিবি। সেইমতো বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের দুটো ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন।
Image Credit source: Twitter
বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। উৎসবের মরসুমে বিরাট প্রাপ্তি। মঙ্গলবারই ক্রিকেট বিশ্বকাপের সূচি (ICC ODI World Cup 2023) প্রকাশ করল আইসিসি। আর তাতে বিশ্বকাপের ৫টা ম্যাচ পেল ক্রিকেটের নন্দনকানন (Eden Gardens)। তার মধ্যে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। ১৬ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকাননে। শেষ চারের জন্য কখনওই দৌড়ে ছিল না ইডেন। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুই ইডেনের কপাল খুলে দিল। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে নভেম্বরে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হয়। আর তাই চেন্নাই, বেঙ্গালুরুকে সরিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ইডেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বরাবরই পাকিস্তানের অন্যতম পছন্দের ভেনু ইডেন গার্ডেন্স। পছন্দের ভেনুর কথা আগেই জানিয়েছিল পিসিবি। সেইমতো বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের দুটো ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। ৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। এছাড়া ১২ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ইডেনে। কলকাতায় তখন পুরোদমে উৎসবের মরসুম। কালীপুজোর দিন ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান। ১২ নভেম্বরের ম্যাচটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
ভারতীয় দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলে খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে একটা সম্ভাবনা ভারতকে সেমিফাইনালে ইডেনে এনে দিতে পারে। যদি সেমিফাইনাল ম্যাচ হয় ভারত বনাম পাকিস্তান। কারণ পাকিস্তান সেমিফাইনালে উঠলে খেলবে শুধু ইডেনেই। আর ভারতের সঙ্গে যদি পাকিস্তানের সেমিফাইনালে দেখা হয়, তাহলে সেই ম্যাচ হবে ইডেনে। বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে তা হবে ডাবল ধামাকা। সেই ধামাকাই এখন চাইছেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। কপাল জোরে যেমন নিজের শহরে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ চাক্ষুস করার দরজা খুলেছে, তেমনই কপাল জোরে ভারত-পাক সেমি চাইছেন ক্রিকেট অনুরাগীরা। সেমিফাইনালের ম্যাচ দুটি রয়েছে ১৫ এবং ১৬ নভেম্বর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ১৬ নভেম্বর। এ রাজ্যের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, ১৬ নভেম্বর ক্রিকেটের স্বর্গোদ্যানে মুখোমুখি হোক ২২ গজের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবেই জমবে খেলা।