ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের ৫ ম্যাচ, ইডেনে বিরাটের বার্থ ডে সেলিব্রেশন?


ICC World Cup 2023 Schedule : ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর ১০০দিন বাকি। ভারতের মাটিতে হবে এ বারের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরের বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)।

ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের ৫ ম্যাচ, ইডেনে বিরাটের বার্থ ডে সেলিব্রেশন?

Image Credit source: গ্রাফিক্স: অভীক দেবনাথ

২৭ বছর আগে বিশ্বকাপের এক ম্যাচে দাউ দাউ করে জ্বলে উঠেছিল ক্রিকেটের নন্দনকানন। ১৯৯৬ সালের ১৩ মার্চ। ইডেনে চলছিল ভারত আর শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনাল। ভারতের ব্যাটিং ভরাডুবি দেখে উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা। ১৫ মিনিটের জন্য ম্যাচ বন্ধ রাখেন রেফারি ক্লাইভ লয়েড। এরপর ফের ম্যাচ শুরু হয়। তখন স্ট্যান্ড থেকে মাঠে উড়ে আসতে থাকে বোতলের পর বোতল। এরপর উত্তেজনার বসেই দর্শকদের মধ্যে থেকে কয়েকজন স্ট্যান্ডে আগুন লাগিয়ে দেয়। ম্যাচ বাতিল হয়ে যায়। রেফারি শ্রীলঙ্কাকে জয়ী বলে ঘোষণা করে দেয়। সেই ম্যাচে বিনোদ কাম্বলির কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। যে ছবি আজও ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা। আজ, ২০২৩ সালের বিশ্বকাপের (ICC World Cup 2023 ) সূচি ঘোষণা হল। তারপরই সেই অভিশপ্ত ম্যাচের স্মৃতি উঁকি দিচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। আগের থেকে অনেক বদলেছে ক্রিকেটের নন্দনকানন। ইডেন (Eden Gardens) এ বার পেয়েছে বিশ্বকাপের ৫টি ম্যাচ। যার মধ্যে ১টি আবার বিরাট কোহলির জন্মদিনে। শহরবাসী ইডেনে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য প্রহর গোনা শুরু করে দিল। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

তিলোত্তমায় এ বারের বিশ্বকাপ যে ক’টি ম্যাচ পেয়েছে তার মধ্যে বিশেষ নজরে থাকবে ২টি ম্যাচ। এক, বিরাট কোহলির জন্মদিনে ভারতের যে ম্যাচটি হবে। কারণ, ওই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত খেলবে। দুই, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।

এক ঝলকে দেখে নিন ইডেনে রয়েছে কবে, কোন ম্যাচ —

  • ইডেন গার্ডেন্সে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে ২৮ অক্টোবর। সেই ম্যাচটি খেলবে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ থাকবে কোয়ালিফায়ার ১ এর দল। দুপুর ২টো নাগাদ হবে সেই ম্যাচটি।
  • ক্রিকেটর নন্দনকাননে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি হবে ৩১ অক্টোবর। সে দিন পাকিস্তান নামবে বাংলাদেশের বিরুদ্ধে। ওই ম্যাচটিও হবে দুপুর ২টো থেকে।
  • কলকাতা এ বারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি পেয়েছে বিরাট কোহলির জন্মদিনে (৫ নভেম্বর)। ক্রিকেটের নন্দনকাননে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত।
  • ইডেন ২০২৩ এর বিশ্বকাপের চতুর্থ ম্যাচটি পেয়েছে ১২ নভেম্বর। সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। ওই ম্যাচটিও হবে দুপুর ২টো থেকে। ওই দিন আবার রয়েছে কালীপুজো। ফলে এই ম্যাচ ঘিরে একটা বাড়তি উত্তেজনা থাকবে।
  • ১৬ নভেম্বর ইডেনে হবে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচটিও হবে দুপুর ২টোতে।

Leave a Reply