বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসির, তাও ভারতে খেলতে আসা নিয়ে উল্টো সুর পাকিস্তানের!


Cricket World Cup 2023: পাক বোর্ডের তরফে ওই সময় পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

Image Credit source: twitter

করাচি: বিরাট কোহলি না বাবর আজম, এ বারের বিশ্বকাপে কে ছড়াবেন আলো? এই প্রশ্ন আইসিসির সূচি প্রকাশ অনুষ্ঠানেও করে নিয়েছে জায়গা। ভারত-পাক ম্য়াচ কবে এবং কোথায়? আইসিসির বিশ্বকাপ সূচি প্রকাশের দিন সবচেয়ে বেশি কৌতুহল ছিল এ নিয়েই। অতীতে তো বটেই, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ওয়ান বিশ্বকাপের মেগা ইভেন্ট হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ। আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে হোক, তা চায়নি পাকিস্তান টিম। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা বাবরদের ক্রিকেট বোর্ডের দাবি উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের দাবি উড়িয়ে বিশ্বকাপের সূচি ঘোষণা করার পরও কিন্তু পিসিবি উল্টো সুরে গাইছে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কী বলছে পাক বোর্ড? পড়ে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কিনা, তা নিয়ে জট এখনও ছাড়েনি। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, ‘প্রতিবেশি দেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার জন্য পিসিবিকে সরকারের ছাড়পত্র পেতে হবে। কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপের সূচি নিয়ে আইসিসি আলোচনা করেছিল আমাদের সঙ্গে। তখন ওদেরকে আমরা যা জানিয়েছিলাম, পরিস্থিতি এখনও তেমনই রয়েছে।’ যার অর্থ হল, সরকারের কাছ থেকে এখনও ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য সবুজসঙ্কেত পায়নি পাকিস্তান টিম। অনেকেই অবশ্য এও মনে করছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে অকারণেই টালবাহানা করছে। যতই নাটক করা হোক না কেন, আইসিসিকে অস্বীকার করে বিশ্বকাপ না খেলার মতো গুরুতর সিদ্ধান্ত পাকিস্তান কখনওই নেবে না। বিশেষ করে দেশের আর্থিক হাল যখন খারাপ, তখন আরও বেশি করে ক্রিকেট থেকে আসা অর্থের পথ কোনও ভাবেই বন্ধ করা হবে না।

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ার পর ক্রিকেট সম্পর্কেও তার প্রভাব পড়েছে। বিশ্বকাপ, এশিয়া কাপ ছাড়া আর কোথাও এই দুই দেশকে খেলতে দেখা যায় না। এশিয়া কাপ কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট ও রাজনৈতিক সম্পর্কে ফের প্রভাব পড়েছে। পাক বোর্ডের তরফে ওই সময় পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতের পক্ষেই গলা তুলেছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে এশিয়া কাপ আয়োজন করা হবে। ভারত এশিয়া কাপের যাবতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। আইসিসিও কিন্তু পাকিস্তানের কোনও দাবিতে কান দেয়নি। ফলে বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান যে আরও নাটক করবে, তাতে আর সন্দেহ কীসে!

Leave a Reply