Wimbledon Main Draw: ফরাসি ওপেন জিতে বিশ্বক্রমতালিকায় শীর্ষস্থানে ফিরেছিলেন নোভাক জকোভিচ। তবে সোমবার তাঁকে ছাপিয়ে শীর্ষে ফেরেন স্প্যানিশ তরুণ তুর্কী আলকারাজ।
Image Credit source: twitter
লন্ডন: উইম্বলডনের মূল পর্বের ড্র ঘোষণা হল। এ মরসুমের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। কেরিয়ারে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম সার্বিয়ান তারকার। গত চার বারই উইম্বলডন জিতেছেন নোভাক। যদিও এ বার তিনি শীর্ষবাছাই নন। এ বারের উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাই হলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কিছুদিন আগেই ফরাসি ওপেনে নজির গড়েছেন নোভাক জকোভিচ। কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। পুরুষদের টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়েছেন। সংখ্যায় ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের। ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের নজির মার্গারেট কোর্টের। তিনি ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। উইম্বলডন জিতলে তাঁকে ছুঁয়ে ফেলবেন নোভাক জকোভিচ। এ মরসুমে ইতিমধ্যেই দুটি গ্র্যান্ড স্লাম জিতে আত্মবিশ্বাসে ভরপুর নোভাক। উইম্বলডনেও টানা পাঁচটি ট্রফি জেতায় নজর।
ফরাসি ওপেন জিতে বিশ্বক্রমতালিকায় শীর্ষস্থানে ফিরেছিলেন নোভাক জকোভিচ। তবে সোমবার তাঁকে ছাপিয়ে শীর্ষে ফেরেন স্প্যানিশ তরুণ তুর্কী আলকারাজ। উইম্বলডনেও শীর্ষ বাছাই হলেন। ফরাসি ওপেনের পর আর কোনও টুর্নামেন্ট খেলেননি নোভাক। উইম্বলডনে নামবেন তৃতীয় বাছাই হিসেবে। তৃতীয় ও চতুর্থ বাছাই যথাক্রমে দানিল মেদমেদেভ ও ক্যাসপার রুড। এরপর রয়েছেন স্টেফানোস সিতসিপাস, হোলগার রুনে, জানিক সিনার, টেলর ফ্রিৎজ, ফ্রান্সেস টিয়াফো, নিক কির্গিওসরা।
World No.1 @carlosalcaraz is the first Gentlemen’s Singles top seed at The Championships not named Djokovic, Federer, Murray or Nadal since 2003 😳#Wimbledon pic.twitter.com/SfcBXgENfV
— Wimbledon (@Wimbledon) June 28, 2023
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই হিসেবে নামবেন আরিয়ানা সাবালেঙ্কা। এরপর রয়েছেন এলিনা রিবাকিনা, জেসিকা পেগুলা, ক্যারোলিন গার্সিয়া, ওনস জাবেউর, কোকো গফ, মারিয়া সাকারি, পেত্রা কিতোভা, বার্বোরা ক্রেজিকোভা। ২০০২ সাল থেকে ২০১৯ পর্যন্ত গ্রাস কোর্টের পারফরম্যান্স দেখে ড্র হত। এ বার অবশ্য এটিপি এবং ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয় অনুযায়ী হচ্ছে। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে ২০০৩ সাল থেকে এই প্রথম নাদাল, মারে, ফেডেরার, জকোভিচের বাইরে কেউ শীর্ষবাছাই হলেন।