বিশ্বকাপে ইডেনও পেতে পারে ভারত-পাক ম্যাচ, রয়েছে বিশেষ কারণ


Eden Gardens : লিগ পর্বে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ না পেলেও ভাগ্যে থাকলে তিলোত্তমাতেও অনুষ্ঠিত হতে পারে ইন্দো-পাক ম্যাচ।

Image Credit source: Twitter

কলকাতা : আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে মঙ্গলবার। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হতেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আজ থেকে ঠিক ৯৯ দিন পর দেশের মাঠে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের প্রাপ্তি বিশাল। মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। তার মধ্যে রয়েছে মেগা সেমিফাইনাল ম্যাচ। পাকিস্তান বনাম বাংলাদেশ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম পাকিস্তান– এমনই কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিকে লিগ পর্বে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ না পেলেও ভাগ্যে থাকলে তিলোত্তমাতেও অনুষ্ঠিত হতে পারে ইন্দো-পাক ম্যাচ। কয়েকটি অঙ্ক মিললে নিজের শহরে বসেই ভারত-পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই চাক্ষুষ করতে পারবেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যোগ্যতা অর্জন করলে ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আবার পাকিস্তান সেমিতে পা রাখলে বাবর আজমরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইডেন গার্ডেন্সে। কিন্তু যদি সেমিফাইনাল ম্যাচ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে? ভেনু কী হবে? ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, যদি ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হয় তাহলে ইডেন গার্ডেন্সে খেলা হবে। এর কারণ হল নিরাপত্তা। পাকিস্তানের বরাবরই পছন্দের ভেনু কলকাতা। এ বারের বিশ্বকাপে কলকাতায় জোড়া ম্যাচ খেলবেন বাবর আজমরা। এছাড়া ভারত-পাক সেমিফাইনাল হলে নিরাপত্তার কারণেই ম্যাচটি ইডেনে হতে পারে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আরব সাগরের পাড়ে ভারত-পাকিস্তান ম্যাচ হলেই সমস্যার মুখে পড়েছে বোর্ড। বিভিন্ন রাজনৈতিক দলের হুমকি, বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ১৯৯১ সালে ভারত-পাক ম্যাচের আগে খুঁড়ে দেওয়া হয়েছিল ওয়াংখেড়ের পিচ! তাই সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বইয়ে আয়োজন করার দিকে ঝুঁকবে না বিসিসিআই।

ইডেনে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে ২৮ অক্টোবর। বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে ম্যাচ দিয়ে ইডেনে বোধন হবে বিশ্বকাপের। দ্বিতীয় ম্যাচ রয়েছে ৩১ অক্টোবর। সেদিন ইডেনে পাকিস্তান নামবে বাংলাদেশের বিরুদ্ধে। দুটি ম্যাচের পর ইডেনে তৃতীয় ম্যাচে নামছে মেন ইন ব্লু। সেদিন রোহিত শর্মাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচ খেলা হবে ১২ নভেম্বর। ইংল্যান্ড বনাম পাকিস্তান ধুন্ধুমার ম্যাচ। এরপর ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।

Leave a Reply