Most Expensive Over: টেস্টের ইতিহাসে দ্বিতীয় দামি ওভার ব্রায়ান লারার দখলে। দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারিতে ২৮ রান তোলেন ব্রায়ান লারা।
টেস্ট ক্রিকেটে এখন আলোচনায় ইংল্যান্ডের বাজবল। তবে বাজবলের আগেও টেস্টে এমন অনেক ইনিংস রয়েছে যা কার্যত ওডিআই মেজাজে খেলা। তেমনই কিছু ক্যামিও ইনিংসও রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান হওয়া ওভার। যে পরিসংখ্যান হকচকিয়ে দেওয়ার মতোই। টেস্টের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান উঠেছে ৩৫। আর এই রেকর্ড ভারতীয় ক্রিকেটারের দখলে। তিনি কিন্তু স্পেশালিস্ট ব্যাটার নন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সীমিত ওভারের সিরিজের পাশাপাশি আগের সফরের বাকি থাকা একটি টেস্টও খেলে ভারতীয় দল। চোটের কারণে ছিলেন না রোহিত শর্মা। নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা ছিল লোকেশ রাহুলের। কোভিডে তিনিও খেলতে পারেননি। সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। সেই ম্যাচে নজিরও গড়েন। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান ওঠে। টেস্টের ইতিহাসে সবচেয়ে দামি ওভার এটিই।
পুরো রান বুমরার, তা অবশ্য নয়। তবে দারুণ ক্যামিও ইনিংস খেলেন বুমরা। প্রথম ডেলিভারি ওয়াইডে বাউন্ডারি। পরের বলেই বাউন্ডারি মারেন বুমরা। সেটি নো বল ছিল। শর্টপিচে বুমরাকে বিব্রত করতে চেয়েছিলেন ব্রড। হুক শটে পেল্লাই ছয় মারেন বুমরা। এরপর বাউন্ডারির হ্যাটট্রিক, আরও একটি ছয়। শেষ বলে সিঙ্গল। সব মিলিয়ে ৮৪ তম ওভারে ৩৫ রান ওঠে।
টেস্টের ইতিহাসে দ্বিতীয় দামি ওভার ব্রায়ান লারার দখলে। দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারিতে ২৮ রান তোলেন ব্রায়ান লারা। তৃতীয় খরুচে ওভার করেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের। ২০১৩-১৪ অ্যাসেজে পারথ টেস্টে তাঁর ওভারে ২৮ রান তুলেছিলেন জর্জ বেইলি। ২৮ রানের ওভার রয়েছে ইংল্যান্ডের ব্যাটার জো রুটের দখলেও। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজের ওভারে ২৮ রান তুলেছিলেন জো রুট।
টেস্টে দামি ওভারের নিরিখে দুটি ২৭ রানের ওভার রয়েছে। হরভজন সিংয়ের বিরুদ্ধে ২০০৫-০৬ মরসুমে ২৭ রান করেছিলেন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার শাহিদ আফ্রিদি। তেমনই পাকিস্তানের বোলার জাহিদ মাহমুদের ওভারে ২৭ রান তুলেছিলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। তবে তালিকায় শীর্ষে থাকবে স্টুয়ার্ট ব্রড বনাম জসপ্রীত বুমরার সেই লড়াই।