Former Footballer Death : একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানেই প্রয়াত হন।
Image Credit source: Facebook
কলকাতা : প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন ফুটবলার। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানেই প্রয়াত হন। ছয়ের দশকে লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন। ২০১৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাঁকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। সকাল সাড়ে নটা নাগাদ বেহালার পর্ণশ্রীর বাড়িতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। শেষকৃত্যের আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। মরদেহ নিয়ে যাওয়া হবে কাস্টমস ক্লাবেও। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…