বোর্ড সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন অধরা, আক্ষেপ সৌরভের


Cricket World cup 2023 : টুইট করে বিসিসিআইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বোর্ড সভাপতি। তাঁর টুইটে কিছুটা আক্ষেপ ও অনেকটা আবেগ ধরা পড়েছে।

Image Credit source: Twitter

কলকাতা : ক্রিকেট কেরিয়ারের বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজন করাও হল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  তিনি বোর্ড সভাপতি থাকাকালীন দেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট আয়োজিত হয়েছিল। ভারতীয় ক্রিকেটের মসনদে বসেই ইতিহাস গড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এরপর গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। আর বোর্ড সভাপতি নন সৌরভ। বিসিসিআইয়ের সভাপতি পদে এখন বিশ্বকাপজয়ী রজার বিনি। সৌরভের বিদায়ের পর চলতি বছরে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। সম্প্রতি আইসিসি ও বিসিসিআই একযোগে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। যা নিয়ে টুইটারে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাংলার মহারাজ। বোর্ড সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন অধরা থেকে গেল। সৌরভের টুইটে আক্ষেপ ঝরে পড়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ। বিরাট কোহলি-রোহিত শর্মাদের উপর তাঁর ভরসা কথা ব্যক্ত করেছেন। তাঁদের বয়স ও অবসর নিয়ে জল্পনা তুড়ি মেরে উড়িয়েছেন। এর পাশাপাশি টুইট করে বিসিসিআইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বোর্ড সভাপতি। তাঁর টুইটে কিছুটা আক্ষেপ ও অনেকটা আবেগ ধরা পড়েছে। সৌরভ লিখেছেন, “দেশে বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। কোভিডের কারণে বোর্ড সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজন মিস করলাম। দর্শনীয় একটা টুর্নামেন্ট হবে। দারুণ সব ভেনু। বিসিসিআই এটিকে একটি স্মরণীয় টুর্নামেন্ট করে রাখবে। সকলকে ধন্যবাদ।”

অতীতে যুগ্মভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। এই প্রথম বার এককভাবে ভারতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। তবে কোভিড অতিমারী না এলে ২০২১ সালে দেশের মাটিতে আরও একটা বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে পারত ভারত। সে বছর দেশে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে কোভিডের দাপটে টুর্নামেন্ট সরে যায় সংযুক্ত আরব আমিরশাহিতে। বিসিসিআই সভাপতি হিসেবে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের সুযোগ মিস করেন সৌরভ।



Leave a Reply