ICC Cricket World cup 2023 : ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই সিরিজে পারফরম্যান্সের উপর ভিত্তি করে সঞ্জুর এশিয়া কাপে ডাক পাওয়া নির্ভর করছে।
Image Credit source: Twitter
কলকাতা: আইপিএলে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছেন কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ সফরে দল গড়ার সময় তাঁকে আর উপেক্ষা করতে পারেননি জাতীয় নির্বাচকরা। ভারতের ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন সঞ্জু (Sanju Samson)। আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। উইকেটকিপার হিসেবে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিতে হলে সঞ্জুকে ক্যারিবিয়ান সফরে ভালো পারফর্ম করতেই হবে। যাতে এশিয়া কাপ স্কোয়াডেও তাঁর কথা ভাবতে বাধ্য হন নির্বাচকরা। এরপর তাঁর লক্ষ্য বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নেওয়া। সেসবের এখন অনেক দেরি। আপাতত সঞ্জুর ভাবনায় ক্যারিবিয়ান সফর। তিন ম্যাচের ওডিআই সিরিজ তাঁর ভাগ্য গড়ে দিতে পারে। কারণ এই পথে জোড়া চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই সিরিজে পারফরম্যান্সের উপর ভিত্তি করে সঞ্জুর এশিয়া কাপে ডাক পাওয়া নির্ভর করছে। ভারতীয় দলে তিনি কোনওদিনই নিয়মিত ছিলেন না। শেষবার জাতীয় দলের হয়ে খেলেন গতবছর নভেম্বর মাসে। ছয়মাস পর ফেরাটা মনের মতো না হলে আগামী দিনেও এই ধারা চলবে। ক্যারিবিয়ান সফর তাঁর সামনে বড় সুযোগ এনে দিয়েছে। কারণ ঘরের মাঠে ঋষভ পন্থ বিশ্বকাপ খেলতে পারবেন না এটা নিশ্চিত। অ্যাক্সিডেন্টের পর এনসিএ-তে তাঁর রিহ্যাব চলছে। তাঁর স্থান পূরণের দৌড়ে রয়েছেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। লড়াইয়ে ঢুকে পড়েছেন সঞ্জু স্যামসনও। বিশ্বকাপের জন্য আইসিসিকে ক্রিকেটারদের নাম পাঠাতে হবে ২৯ অগস্টের মধ্যে। তাই সঞ্জুর কাছে তিন ম্যাচে ওডিআই সিরিজ ছাড়া নিজেকে প্রমাণ করার অন্য পথ নেই।
অস্ত্রোপচারের পর বর্তমানে কেএল রাহুলের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে। চোটের কবলে পড়ার আগে ফর্মে ছিলেন না তিনি। যদিও রাহুলের ওডিআই ফরম্যাটে ওভালঅল রেকর্ড বেশ ভালো। ৫৪টি ম্যাচে ৪৫ গড়ে ১৯৮৬ রান করেছেন। ৫টি শতরান ও ১৩টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক রান ১১২। অন্যদিকে ওডিআইতে দ্বিশতরানের রেকর্ড রয়েছে ঈশান কিষাণের। ১৪টি ম্যাচে এখনও পর্যন্ত ১৩টি ইনিংসে ৫১০ রয়েছে তাঁর সংগ্রহে। সর্বাধিক রান ২১০। স্ট্রাইক রেট ১০৬। তবে শুভমন গিলের উপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পাওয়া মুশকিল ঈশানের।