বিরাটদের জার্সি স্পনসর হচ্ছে ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ!


বিসিসিআইয়ের সঙ্গে চার বছরের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছে ফ্যান্টাসি ক্রিকেট গেমিং অ্যাপ ড্রিম ১১। বাইজুসের জায়গায় বিরাট-রোহিতদের জার্সি স্পনসর হচ্ছে এই অ্যাপ।

Image Credit source: Twitter

কলকাতা : জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ১১ ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পনসর হতে প্রস্তুত। বিসিসিআই গত ১৪ জুন এর জন্য একটি টেন্ডার ডেকেছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ওই ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিরাট-রোহিতদের জার্সি স্পনসর হওয়ার জন্য তৈরি। ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে বাইজুসের চুক্তি ছিল। কিন্তু মেয়াদ ফুরনোর আগেই গত মার্চ মাসে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাইজুস। ভারতীয় দল তখন থেকে জার্সি স্পনসর ছাড়াই খেলেছে। সম্প্রতি ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে কোনও জার্সি স্পনসর ছাড়াই। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যদের গায়ে ছিল অ্যাডিডাসের প্র্যাকটিস ও ম্যাচ জার্সি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাইজুসের সঙ্গে আগের চুক্তিতে বিসিসিআই প্রতিটি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য প্রায় ৫.৫ কোটি টাকা আয় করত। তবে লোগো পজিশনের কারণে, আইসিসি ম্যাচে মূল্য ১.৭ কোটি টাকায় নেমে আসে। ড্রিম ১১-এর সঙ্গে চুক্তির অঙ্ক বাইজুস থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যে আয় করত তার চেয়ে কম হতে পারে। চুক্তির অঙেক কমানোর পরও বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সি স্পনসর হওয়ার আগ্রহের অভাব দেখা যাচ্ছিল। BCCI-এর ১৪ জুনের টেন্ডারে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডকে এতে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়। যদিও ‘রিয়েল মানি গেমিং’ তালিকায় ছিল। ফ্যান্টাসি স্পোর্টস গেমিং- এর জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ভারতীয় দলের গায়ে নতুন স্পনসরের তৈরি জার্সি দেখা যাবে।

৯০-এর দশকে সাহারা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে প্রায় এক দশক ধরে উইলস এবং আইটিসি ছিল জার্সি স্পনসর। এটাই সবচেয়ে দীর্ঘতম চুক্তি ছিল। সুব্রত রায়ের সাহারা গ্রুপ ২০০২ থেকে ২০১৩ সালের মধ্যে ভারতীয় দলের জার্সি স্পনসর ছিল। এছাড়া ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতীয় দলের জার্সি স্পনসর ছিল স্টার ইন্ডিয়া।

Leave a Reply