Team India : ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ নিজের এক প্রিয় সঙ্গীকে হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর জানিয়েছেন।
Image Credit source: Twitter
নয়াদিল্লি : প্রিয় মানুষটির দেওয়া গোলাপ যত্ন করে বইয়ের পাতার মধ্যে রেখে দেন অনেকে। কেউ আবার আগলে রাখেন প্রিয় মানুষটির দেওয়া চকলেটের প্যাকেটটিও। এমন অনেকেই রয়েছেন যাঁরা পরে স্মৃতির পাতা উল্টে সেই সব জিনিস দেখে আনন্দ পান। আর নিজের প্রিয় কোনও জিনিস হারিয়ে গেলে? প্রচন্ড কষ্টও পান অনেকে। তেমনই হয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) সঙ্গে। যার জন্য বীরু কষ্টও নিশ্চই পেয়েছেন? বোলারদের যেমন প্রিয় হয় বল, তেমন ব্যাটারদের প্রিয় ব্যাট। অনেকে ক্রিকেটার নিজের ব্যাট নিয়ে ভীষণ খুঁতখুতে। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির মতো একাধিক ক্রিকেটার ব্যাটকে আগলে রাখেন। বীরুও নিজের একাধিক স্মরণীয় ইনিংসের ব্যাট আগলে রেখেছেন। কিন্তু তার মধ্যে থেকেই একটি প্রিয় ব্যাট হারিয়ে ফেলেছেন তিনি। ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে নিজেই সে কথা জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইন্সটাগ্রামে ৫টি ব্যাটের ছবি পোস্ট করে ক্যাপশনে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ লেখেন, ‘ব্যাট মে হ্যায় দম (ব্যাটে আছে দম) – ৩০৯, ৩১৯, ২১৯, ১১৯, ২৫৪। প্যায়ারে সাথী (ভালোবাসার সঙ্গী)। ২৯৩ এর ব্যাটটা হারিয়ে ফেলেছি।’ বীরুর এই ছবি দেখে অনেক ক্রিকেট ভক্ত নস্ট্যালজিক হয়ে পড়েছেন। হিরো ও ব্রিটানিয়া লেখা ব্যাটগুলি বিশেষ নজর কেড়েছে বীরুর ভক্তদের।
বীরেন্দ্র সেওয়াগের ইন্সটাগ্রামে শেয়ার করা প্রতিটি ব্যাটেই এসেছে দারুণ দারুণ ইনিংস। তার মধ্যে কয়েকটি ইনিংসের কথা নিম্নে উল্লেখ করা হল –
- ৩০৯ – ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ওই সফরে মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩০৯ রান করেছিলেন সেওয়াগ। ওটাই টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের করা প্রথম ট্রিপল সেঞ্চুরি ছিল।
- ২৫৪ – বীরেন্দ্র সেওয়াগ ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়ে ২৫৪ রান করেছিলেন। লাহোরে সিরিজের প্রথম টেস্টেই এই ইনিংস এসেছিল সেওয়াগের ব্যাটে।
- ৩১৯ – টেস্ট ম্যাচের ইতিহাসে দ্রুততম ত্রিশতরানও রয়েছে বীরেন্দ্র সেওয়াগের ঝুলিতে। ২০০৮ সালে চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন সেওয়াগ।
- ২৯৩ – ২০০৯ সালে ২৯৩ রানের ইনিংস খেলা ব্যাটটি হারিয়ে ফেলেছেন সেওয়াগ। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৩ রান করেছিলেন তিনি। মাত্র ৭ রানের জন্য সে বার তাঁর ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল।