সেমিতে আজ সামনে লেবানন, তারুণ্যের মাঝে ভরসা সেই সুনীল


SAFF Football 2023: সেমিফাইনালে বেঞ্চে থাকবেন সহকারি কোচ মহেশ গাওলি। তেমনই গত ম্যাচে রেড কার্ড দেখায় সেমিফাইনালে পাওয়া যাবে না তরুণ স্ট্রাইকার রহিম আলিকেও।

Image Credit source: AIFF

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের সামনে লেবানন। ইন্টারকন্টিনেন্টাল কাপে দু-বার মুখোমুখি হয়েছিল ভারত-লেবানন। গ্রুপের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ফাইনালে লেবাননকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এ বার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দু-দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাফে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ছিল ভারতের। যদিও কুয়েতের বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে অস্বস্তি। অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে ছিল ভারত। ম্যাচ যখন শেষের পথে, অ্যাডেড টাইমে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন ভারতের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। এক ডজন ম্যাচে ক্লিনশিট রাখার পর এই আত্মঘাতী গোল সাময়িক অস্বস্তি তৈরি করেছিল ভারতীয় শিবিরে। যদিও অধিনায়ক সুনীল ছেত্রী এবং সতীর্থরা পাশে দাঁডি়য়েছেন আনোয়ারের। অধিনায়ক বারবার টিম গেমের কথাই বলে এসেছেন। লেবাননের বিরুদ্ধেও টিম গেমেই ভরসা রাখছেন।

ভারতীয় শিবিরে বড় অস্বস্তি হেড কোচ ইগর স্টিমাচকে নিয়েও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রেড কার্ড দেখেছিলেন ইগর স্টিমাচ। নেপাল ম্যাচে টেকনিকাল এরিয়ায় থাকতে পারেননি। গ্রুপের শেষ ম্যাচ কুয়েতের বিরুদ্ধে জোড়া হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্টিমাচকে। তিন ম্যাচের মধ্যে দুটি লাল-কার্ড। সেমিফাইনালে বেঞ্চে থাকবেন না হেড কোচ। পাকিস্তান ম্যাচে রেড কার্ড প্রসঙ্গে ইগর জানিয়েছিলেন, প্লেয়ারদের সুরক্ষা দেওয়ার তাঁর প্রধান লক্ষ্য, এর জন্য কার্ড দেখতে আক্ষেপ নেই। সেমিফাইনালে বেঞ্চে থাকবেন সহকারি কোচ মহেশ গাওলি। তেমনই গত ম্যাচে রেড কার্ড দেখায় সেমিফাইনালে পাওয়া যাবে না তরুণ স্ট্রাইকার রহিম আলিকেও।

অধিনায়ক সুনীল ছেত্রী সেমিফাইনালে ঘরের মাঠে সমর্থন চাইছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ হাজারের বেশি দর্শক ছিল গ্যালারিতে। ভারতের বাকি দু-ম্যাচে অবশ্য এত দর্শক আসেননি। সেমিফাইনালের আগে অধিনায়ক সুনীল ছেত্রীর বার্তা, ‘আমি এবং দলের অনেকেই বেঙ্গালুরুতে খেলার লোভ সামলাতে পারি না। গত তিন ম্যাচেই দারুণ সমর্থন ছিল গ্যালারিতে। আমি নিশ্চিত সেমিফাইনালেও প্রচুর সমর্থন থাকবে। সকলেই ফুটবল ভালোবাসে আর আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’ ফিফা ক্রমতালিকায় ভারতের তুলনায় এক ধাপ এগিয়ে লেবানন। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের। লেবাননকে হারাতে পারলে এবং সাফ চ্যাম্পিয়ন হলে আরও উন্নতির সম্ভাবনা থাকছে।

ভারত বনাম লেবানন, সেমিফাইনাল, সন্ধে ৭.৩০, সরাসরি ফ্যানকোড ও ডিডি স্পোর্টসে

Leave a Reply