সৌরভ একাই সাবাড় করলেন ১১ উইকেট! দলীপের সেমিফাইনালে রিঙ্কুরা; হার অভিমন্যুদের


| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jul 01, 2023 | 1:49 PM

Saurabh Kumar : উত্তরপ্রদেশের বাঁ হাতি তারকা বোলার সৌরভ কুমার এই নিয়ে সপ্তমবার প্রথম শ্রেণির একটি ম্যাচে ১০টি উইকেট নিলেন।

Duleep Trophy 2023 : সৌরভ একাই সাবাড় করলেন ১১ উইকেট! দলীপের সেমিফাইনালে রিঙ্কুরা; হার অভিমন্যুদের

সৌরভ একাই সাবাড় করলেন ১১ উইকেট! দলীপের সেমিফাইনালে রিঙ্কুরা; হার অভিমন্যুদের

Image Credit source: Twitter

কলকাতা : দলীপ ট্রফিতে (Duleep Trophy) ব্যাটিং ভরাডুবিই ডোবাল অভিমন্যু ঈশ্বরণের দলকে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ইস্ট জোন (East Zone)। সেন্ট্রাল জোনের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার (Saurabh Kumar) একাই সাবাড় করেছেন ১১টি উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩টি উইকেট। আর বাকি ৮টি উইকেট তিনি তুলে নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। সৌরভের দাপুটে বোলিংয়ে বেঙ্গালুরুর আলুর স্টেডিয়ামে মাত্র ১২৯ রানে গুটিয়ে যান সুদীপ ঘরামিরা। যার ফলে দলীপ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেলেন রিঙ্কু সিংরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply