বার্বাডোজে ১০ দিন ধরে চলবে ভারতীয় দলের ক্যাম্প। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে রোহিত শর্মাদের।
Image Credit source: Twitter
কলকাতা : প্যারিসে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। হলিডের ছবি, ভিডিয়োতে রোহিতের ইনস্টাগ্রাম ভর্তি। এ বার ছুটি শেষ। দিন কুড়ি ছুটি শেষে এ বার জাতীয় দলের হয়ে মাঠে নামার পালা। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। হাতে বেশ কিছুটা সময় নিয়ে বার্বাডোজে পৌঁছে গিয়েছেন রোহিত। বার্বাডোজে নিজের হোটেল রুমের ব্যালকনি থেকে ছবি পোস্ট করেন তিনি। যা দেখে মনে হচ্ছে, এখনও ছুটির ঘোর কাটেনি রোহিতের। ঢোলা টি শার্ট, চোখে চশমা, মাথায় ক্যাপ- ফুরফুরে মেজাজে মেন ইন ব্লু ক্যাপ্টেন। রোহিতের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের হয়ে ডেবিউয়ের স্বপ্ন পূরণের অপেক্ষায় দেশের এই তরুণ ব্যাটিং সেনসেশন। বিস্তারিত রইল TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
সময় হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। মহম্মদ সিরাজ, কেএস ভরত, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা পৌঁছে গিয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দিলেন রোহিত। শুভমন গিল প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকে বার্বাডোজ পৌঁছন তিনি। বিরাট কোহলি এখনও লন্ডনে রয়েছেন। আগামী সপ্তাহে তাঁর জাতীয় দলে যোগ দেওয়ার কথা। বার্বাডোজে ১০ দিন ধরে চলবে ভারতীয় দলের ক্যাম্প। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে রোহিত শর্মাদের। কেনসিংটন ওভালে ৫ ও ৬ জুলাই দিন দুয়েক ধরে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিপর্যয়ের মাসখানেক পর টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামছে ভারত। WTC ফাইনালে হারের প্রবল সমালোচনার পর নজর থাকবে রোহিতের ক্যাপ্টেন্সি ও ফর্মের দিকে। চেতেশ্বর পূজারার মতো সিনিয়রকে বাদ দিয়ে টেস্ট স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। সাদা জার্সি গায়ে স্বপ্নের অভিষেকের জন্য তৈরি তিনি।