জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশাল জয়, বিশ্বকাপের টিকিট পাকা শ্রীলঙ্কার


World Cup 2023 Qualifier: গ্রুপ পর্বে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর সুপার সিক্সেও জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। এ দিন মুখোমুখি হয়েছিল দু-দল।

শতরানের পথে পাথুম নিশাঙ্কা।

Image Credit source: ICC

হারারে: ভারতে ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জনে সুপার সিক্স রাউন্ডে জিম্বাবোয়েকে বিশাল ব্যবধানে হারাতেই ওয়ান ডে বিশ্বকাপের টিকিট পাকা। দশ দলের বিশ্বকাপের আটটি দল আগেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল দুটি স্পট। তার একটি জায়গা নিশ্চিত করল শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যোগ্যতা অর্জন পর্বে মোট ১০টি দল নেমেছিল। এর মধ্যে প্রাথমিক পর্বেই দৌড় শেষ হয় চারটি দলের। সুপার সিক্সে উঠলেও গ্রুপ পর্বে খারাপ পারফরম্যান্সের জেরে ব্যাকফুটে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যায় ওয়ান ডে ফরম্যাটে দু-বারের চ্যাম্পিয়ন। এখনও একটি স্পট রয়েছে। আর এই স্পটের জন্য জিম্বাবোয়ে ফেভারিট হলেও সুযোগ রয়েছে স্কটল্যান্ডেরও।

গ্রুপ পর্বে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর সুপার সিক্সেও জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। এ দিন মুখোমুখি হয়েছিল দু-দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কার অনবদ্য বোলিং। জিম্বাবোয়েকে মাত্র ১৬৫ রানেই অলআউট করে শ্রীলঙ্কা। জিম্বাবোয়ের হয়ে অর্ধশতরান শন উইলিয়ামসের। বোর্ডে ১৬৬ রানের লক্ষ্য। পাথুম নিশাঙ্কার অপরাজিত ১০১ রানের ইনিংস। মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছয় শ্রীলঙ্কা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপও নিশ্চিত করেন দাসুন শানাকারা।

আগামী কাল ওমানের বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। জিম্বাবোয়ের হারে তারা কিছুটা স্বস্তি পেয়েছে। ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রাখাই লক্ষ্য হবে নেদারল্যান্ডসের।

Leave a Reply