ওডিআই-তে প্রথম সেঞ্চুরি, ভারতীয় বংশোদ্ভূত এই ডাচ ক্রিকেটারের কাহিনি জানেন?


World Cup 2023 Qualifier: মাত্র ১৫ বছরেই নেদারল্যান্ডস এ দলে অভিষেক হয় বিক্রমজিতের। দু-বছর পরই দলে টি-টোয়েন্টি অভিষেক। গত বছর ওডিআই ক্রিকেটে অভিষেক হয় ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে নেদারল্যান্ডস। যোগ্যতা অর্জন পর্ব থেকে ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ভারতের মাটিতে ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। দশ দলের টুর্নামেন্টে আটটি দল আগেই নিশ্চিত ছিল। নবম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা। আর একটি স্পটের জন্য লড়াই করছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। ওমানের বিরুদ্ধে অনবদ্য শতরান নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিং। ভারতীয় বংশোদ্ভূত এই ডাচ ক্রিকেটারের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নেদারল্যান্ডস ব্যাটিংয়ে অন্যতম ভরসা বিক্রমজিৎ সিং। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেও খেলেছেন। যদিও সেই ম্যাচে ছাপ ফেলতে পারেননি। হয়তো ভারতীয় ক্রিকেটেও দেখা যেতে পারতো বিক্রমজিৎকে! তেমনটা না হওয়ার নেপথ্যে রয়েছে দীর্ঘ কাহিনি।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী (শিখ) হত্যা করেছিলেন। তারই আঁচ পড়েছিল পঞ্জাবে। ক্রমশ হিংসা ছড়িয়ে পড়ে পঞ্জাব জুড়ে। ১৯৮৪ সালে সেই শিখ বিরোধী হিংসার জেরে সমস্যায় পড়ে বিক্রমজিতের পরিবার। পঞ্জাবের গ্রাম চিমা খুর্দ ছেড়ে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছিলেন বিক্রমজিতের বাবা চিমা খুশি। সেখানে ট্যাক্সি চালানো শুরু করেন। ধীরে ধীরে ট্যাক্সির ব্যবসা বাড়ে। বড় ছেলে হরপ্রীত অর্থাৎ বিক্রমজিতের দাদা সেই ব্যবসা সামলান। নেদারল্যান্ডসে থাকলেও দেশের টান ছিলই। ২০০০ সালে পঞ্জাবে ফেরেন তাঁর বাবা চিমা খুশি। এখনও তাঁর পরিবারের কয়েকজন সদস্য পঞ্জাবের গ্রামেই থাকেন।

বিক্রমজিতের জন্ম ২০০৩ সালে পঞ্জাবের চিমা খুর্দ গ্রামেই। তাঁর বয়স যখন সাত বছর, সে সময় তাঁকে নেদারল্যান্ডসে নিয়ে যান তাঁর বাবা। ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল। নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার পিটার বোরেনের নজরে পড়েন বিক্রমজিৎ। মাত্র ১৫ বছরেই নেদারল্যান্ডস এ দলে অভিষেক হয় বিক্রমজিতের। দু-বছর পরই দলে টি-টোয়েন্টি অভিষেক। গত বছর ওডিআই ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কেরিয়ারের ২২টি ওডিআইতে ৪টি হাফসেঞ্চুরির ইনিংস ছিল। অবশেষে কেরিয়ারের ২৩তম ওডিআই ম্যাচে প্রথম শতরান। তাঁর ১১০ রানের ইনিংসের সৌজন্যে ওমানকে বিশাল লক্ষ্য দিল নেদারল্যান্ডস।

Leave a Reply