দিনমজুরের মেয়ে মিন্নু মনি এ বার জাতীয় দলে, চেনেন এই ক্রিকেটারকে?


Indian Cricket: বাংলাদেশের বিরুদ্ধে ৯ জুলাই থেকে মীরপুরে শুরু হবে ভারতের টি-২০ সিরিজ। এই সফরে তিনটি টি-২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারতের মেয়েরা। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন মিন্নু মনি।

দিনমজুরের মেয়ে মিন্নু মনি এ বার জাতীয় দলে, চেনেন এই ক্রিকেটারকে?

কোচি: কেরালার প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি। ৩০ লক্ষ টাকায় ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস কিনেছিল তাঁকে। এ বার সেই মিন্নু মনি (Minnu Mani) এক অন্য স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন। কুরিচিয়া উপজাতির মেয়ে মিন্নু মুনি প্রথম বার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে (Team India)। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল খুব শীঘ্রই বাংলাদেশ সফরে যাচ্ছে। সেই সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন মানন্থাওয়াড়ির ২৪ বছরের মেয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে ৯ জুলাই থেকে মীরপুরে শুরু হবে ভারতের টি-২০ সিরিজ। এই সফরে তিনটি টি-২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারতের মেয়েরা। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন মিন্নু মনি। কেরালার হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে মিন্নু মনি জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে।

কে এই মিন্নু মনি? মাত্র ১০ বছর বয়সে বাড়ির কাছের ধানক্ষেতে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করে মিন্নু মনি। ওয়ানাড়ের চয়মুলায় তাঁর বাড়ি। মিন্নু মনির বাবা মনি সিকে দিনমজুর। আর তাঁর মা গৃহবধূ। মিন্নু মুনি যখন সরকারি হাই স্কুলে ভর্তি হন তারপর থেকে ক্রিকেট নিয়ে তিনি সিরিয়াস হয়েছিলেন। ক্লাস এইটে পড়ার সময় থেকে ক্রিকেটকে গুরুত্ব দিতে থাকেন তিনি।

১৬ বছর বয়সে কেরালা জাতীয় মহিলা দলে সুযোগ পান মিন্নু মনি। গত মরসুমে কেরালা মহিলা দলের হয়ে ওডিআই টুর্নামেন্টে তিনি ৮ ম্যাচে ২৪৬ রান করেছিলেন। একইসঙ্গে তিনি ১২টি উইকেটও নিয়েছিলেন। চ্যালেঞ্জার্স ট্রফিতে মিন্নু মনি ভারতের ‘এ’ এবং ‘বি’ টিমের স্কোয়াডে ছিলেন। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লির হয়ে মিন্নু মনি ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে মাত্র ১টি ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। এ বার সুযোগ পেলে জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করার প্রহর গুনছেন মিন্নু মনি।



Leave a Reply