Indian Cricket Team : ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দলের সব সদস্যরা। অনুশীলন শুরু করার আগে বার্বাডোজে বিচ ভলিবলে মাতল ভারতীয় দলে।
Image Credit source: Twitter
বার্বাডোজ : দিন কুড়ির ছুটি কাটিয়ে ফের একবার মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল (Team India)। আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। জুলাই মাসের প্রথম দিন থেকেই ভারতীয় দলের সদস্যরা ক্যারিবিয়ানে পৌঁছতে শুরু করেন। অনেকেই বিদেশে ছুটি কাটাচ্ছিলেন। শুভমন গিল ছিলেন প্যারিসে। বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে লন্ডন ও প্যারিস থেকে ভারতীয় দলে যোগ দেন। ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত (India vs West Indies)। পুরোদমে অনুশীলনে নামার আগে বিচ ভলিবলে মাতল ভারতীয় দলের সদস্যরা। বিসিসিআইয়ের তরফে সোমবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, অজিঙ্ক রাহানে, হেড কোচ রাহুল দ্রাবিড়রা বিচ ভলিবল বেশ উপভোগ করলেন। ভিডিয়োতে ফোকাসে দেখা গেল কোহলিকে। ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মাও। তবে খুব কষ্ট করে তাঁকে খুঁজতে পেলেন অনুরাগীরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩ জুলাইয়ের মধ্যে ভারতীয় দলের সদস্যদের বার্বাডোজে টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। ট্রানজিট ফ্লাইটে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণরা। দীর্ঘ যাত্রাপথের ধকল কাটাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিচ ভলিবল খেলার ব্যবস্থা করা হয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, রাহুল দ্রাবিড়দের মতো সিনিয়র ক্রিকেটার ও কোচের পাশাপাশি তরুণরাও যোগ দিয়েছিলেন। বিসিসিআইয়ের পোস্ট করা ওই ভিডিয়োতে ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই জানান, আগামীকাল থেকে শুরু হবে রোহিতদের অনুশীলন। সপ্তাহখানেকের ক্যাম্প চলবে বার্বাডোজে।
𝗧𝗼𝘂𝗰𝗵𝗱𝗼𝘄𝗻 𝗖𝗮𝗿𝗶𝗯𝗯𝗲𝗮𝗻! 📍
Ishan Kishan takes over the camera to shoot #TeamIndia‘s beach volleyball session in Barbados 🎥😎
How did Ishan – the cameraman – do behind the lens 🤔#WIvIND | @ishankishan51 pic.twitter.com/ZZ6SoL93dF
— BCCI (@BCCI) July 3, 2023
আগামী ৬ জুলাই স্থানীয় টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তবে ম্যাচটি প্রথম শ্রেণির স্ট্যাটাসের হবে না। টিম ম্যানেজমেন্ট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম শ্রেণির ম্যাচের অনুরোধ জানিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম জানিয়েছে, ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচে কিছু স্থানীয় ক্রিকেটার থাকবেন। প্রস্তুতি ম্যাচটিও বার্বাডোজে খেলা হবে।