সৌরভ-সচিনের সতীর্থ, ভারতীয় ক্রিকেটের একমাত্র IAS অফিসারকে চেনেন?


১৯৯৯ সালে অময়ের জাতীয় দলে স্বপ্নের অভিষেক হয়। ততদিনে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে গিয়েছেন তিনি।

Image Credit source: Twitter

কলকাতা : প্রাক্তন, বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অধিকাংশই বেশিদূর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। কেউ কোনওক্রমে স্কুল পাশ করেছেন। কেউ বা কলেজের মুখই দেখেননি। কিন্তু ব্যতিক্রমও রয়েছে। শুধু স্কুল, কলেজে পড়া বা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াই নয়, এমন এক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যিনি একজন IAS অফিসার। ভারতীয় দলে পা রাখার আগেই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি ধরা হয়। যাকে সাধারণত লোকজন IAS পরীক্ষা বলে থাকেন। প্রতিবছর হাজারো পরীক্ষার্থী ইউপিএসসি দেন, তবে সাফল্য পান গুটিকয়েক মানুষ। সেই গুটিকয়েক মানুষের মধ্যে রয়েছেন একজন ক্রিকেটার। যিনি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের সতীর্থ। একটা সময় দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটের একমাত্র IAS অফিসারের নাম হল অময় খুরাশিয়া। ১৯৭২ সালে মধ্যপ্রদেশে জন্ম খুরাশিয়া মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ডেবিউ করেন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর আগেই পাশ করে যান দেশের অন্যতম বড় পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায়। পাশ করার পর সেন্ট্রাল এক্সাইজ এবং কাস্টমস বিভাগে কাজ করাও শুরু করে দেন। কিন্তু অময়ের প্রথম প্রেম ছিল ক্রিকেট। পড়াশোনার পাশাপাশি ক্রিকেটটা মন দিয়ে খেলতেন। মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা অময় খুরাশিয়ার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয় ১৯৯৯ সালে। অভিষেক ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেন খুরাশিয়া।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পেপসি কাপে খেলার সুযোগ পান অময়। ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন প্রথম ম্যাচে। যদিও যেমনটা চেয়েছিলেন ক্রিকেট কেরিয়ারকে সেভাবে সাজাতে পারেননি। প্রথম ম্যাচের পর সেভাবে নজর কাড়তে পারেননি খুরাশিয়া। ভারতীয় ক্রিকেটের সঙ্গে অময় খুরাশিয়ার পথচলা ছিল খুব অল্পদিনের। ১৯৯৯ সালের বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন। মাত্র ১২টি ওডিআই ম্যাচ খেলে শেষ হয়ে যায় আন্তর্জাতিক কেরিয়ার। এই ১২ ম্যাচে রান সংখ্যা ১৪৯!

অময় খুরাশিয়ার কাছে বিকল্প পথ খোলাই ছিল। ক্রিকেট কেরিয়ার অল্প দিনে শেষ হয়ে যাওয়ায় পুরনো জীবনে ফিরে যান মধ্যপ্রদেশের ক্রিকেটার। বর্তমানে ইন্ডিয়ান কাস্টমস এবং সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টে কর্মরত তিনি। তবে ক্রিকেট তাঁকে একেবারেই ছেড়ে যায়নি। আইপিএল তারকা রজত পাতিদার ও আবেশ খানের মেন্টর এবং কোচ ছিলেন। এমনই তরুণ ক্রিকেট প্রতিভাদের কেরিয়ার গড়তে সাহায্য করেন খুরাশিয়া।

Leave a Reply