Emi Martinez at Mohun Bagan Ground: এমি বলেন, ‘একটা বিশ্বকাপ জিতেই আমি সন্তুষ্ট নই। পরবর্তী কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ই লক্ষ্য। মেসিকে ছাড়াও সম্ভব। আমাদের দল গ্রুপ অফ টাইগার্স।’
Image Credit source: FACEBOOK
মোহনবাগান অপেক্ষায় ছিল এমি মার্টিনেজের। মঙ্গলবার বিকেলে সেই অপেক্ষার অবসান হয়। সবুজ মেরুন তাঁবুতে পা পড়ে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বিরাট অবদান এমির। তাঁকে বাজপাখিও বলা হয়। আচ্ছা, তিনি কি কখনও সতীর্থ লিও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মোহনবাগানে পেলে-মারাদোনা-গ্যারি সোবার্স নামাঙ্কিত গেট উদ্বোধন করেন এমি মার্টিনেজ। ক্লাবের সংগ্রহশালা ঘুরে দেখেন। পুর্ব-পরিকল্পনা মতো কয়েকজন সদস্যর হাতে নতুন সদস্যপদ তুলে দেন এমি। মাঠে পৌঁছে নানা মুহূর্ত। গল্ফকার্টে মোহনবাগান মাঠ প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় মোহনবাগান ক্লাব এবং কলকাতা পুলিশের তরফে। ক্লাবের তরফে দেওয়া হয়েছে মোহনবাগান রত্নর আদলে পদক।
মঞ্চে এমিকে কয়েকটি প্রশ্ন করেন সঞ্চালক। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, এমি মার্টিনেজ কখনও তাঁর ক্যাপ্টেন লিও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন কীনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা। পুরো ম্যাচেই অনবদ্য পারফরম্যান্স এমি মার্টিনেজের। টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
টাইব্রেকার এবং মেসি প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন। তারপর জবাব দেন, ‘বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার অনুশীলনে আমরা টাইব্রেকারের বিশেষ প্রস্তুতি নিই। বিশ্বের সেরা ফুটবলার মেসির পেনাল্টি কিক বাঁচিয়েছি। তবে আমি যত না বাঁচিয়েছি, তার চেয়ে অনেক বেশি গোল ও আমার বিরুদ্ধে করেছে।’
পরবর্তী বিশ্বকাপে খেলবেন না লিও মেসি। তাঁকে ছাড়া বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারবে আর্জেন্টিনা? এমি বলেন, ‘একটা বিশ্বকাপ জিতেই আমি সন্তুষ্ট নই। পরবর্তী কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ই লক্ষ্য। মেসিকে ছাড়াও সম্ভব। আমাদের দল গ্রুপ অফ টাইগার্স।’