সাফের ফাইনালে ব্লু টাইগারের মন্ত্র আজ, ‘গো ফর গ্লোরি’


SAFF Football 2023: প্লেয়ার হিসেবে দু-বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন মহেশ গাওলি। প্রথম বার ২০০৫ সালে করাচিতে, এরপর ২০১১ সালে নয়াদিল্লিতে। এ বার কোচ হিসেবে জয়ের সুযোগ মহেশ গাওলির সামনে।

Image Credit source: AIFF

ইম্ফলে ত্রিদেশিয় টুর্নামেন্ট, কিছু দিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। ট্রফি জেতার হ্যাটট্রিকের সামনে সুনীল ছেত্রীরা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারত ও ট্রফির মাঝে কুয়েত। সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলেছে ব্লু টাইগার্স। সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। জিতেই মাঠ ছাড়তে পারত। শেষ মুহূর্তের অনিচ্ছাকৃত একটা ভুল, ম্যাচটি ড্র হয়। আজ ফাইনালে ফের মুখোমুখি ভারত-কুয়েত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণ চলছে। এর মধ্যে আট বার জিতেছে ভারত। আজ নবম ট্রফির লক্ষ্যে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নামছেন সুনীলরা। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটি রেড কার্ড দেখেছেন হেড কোচ ইগর স্টিমাচ। কুয়েত ম্যাচে রেড কার্ড দেখায় তাঁকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সেমিফাইনালেও হেড কোচকে ছাড়াই নেমেছিল ভারতীয় দল। লেবাননের মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালে ফিরছেন রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্গান।

IND SAFF FINAL PREV INSIDE

স্টিমাচের অনুপস্থিতিতে ফাইনালেও টেকনিকাল এরিয়ায় থাকবেন সহকারি কোচ মহেশ গাওলি। ফাইনাল প্রসঙ্গে বলেন, ‘কুয়েতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছেছিল। সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধেও কঠিন লড়াই হয়েছে। ছেলেদের বলেছি, মাথা ঠান্ডা রেখে ফাইনালে ফোকাস করতে। তবে এই ম্যাচ পুরোপুরি আলাদা। শিবিরে ইতিবাচক মানসিকতাই রয়েছে। এত দিনের ছন্দ ধরে রাখতে চাই।’

প্লেয়ার হিসেবে দু-বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন মহেশ গাওলি। প্রথম বার ২০০৫ সালে করাচিতে, এরপর ২০১১ সালে নয়াদিল্লিতে। এ বার কোচ হিসেবে জয়ের সুযোগ মহেশ গাওলির সামনে।

ভারত বনাম কুয়েত, সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সন্ধে ৭.৩০, ফ্যানকোড ও ডিডি স্পোর্টসে সরাসরি

Leave a Reply