India vs Kuwait SAFF Final 2023 Live Score Updates: বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ ভারত বনাম কুয়েত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ম্যাচের প্রতিমুহূর্তের আপডেট পান এই লাইভ ব্লগে।
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE NEWS & UPDATES
-
04 Jul 2023 07:26 PM (IST)
কিছুক্ষণের মধ্যেই শুরু ম্যাচ
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, সচিব সাজি প্রভাকরণ দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন।
-
04 Jul 2023 07:02 PM (IST)
ফাইনালে সন্দেশ
লেবাননের মতো দলকে টাইব্রেকারে ৪-২ হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠে ভারত। কুয়েতের বিরুদ্ধে আজ মেগা ফাইনালে ফিরছেন রক্ষণের স্তম্ভ সন্দেশ ঝিঙ্গান।
কলকাতা : শহরে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এমন একটা দিনে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি ভারত ও কুয়েত। অতীতে আটবার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে ভারত। কুয়েতের বিরুদ্ধে নবম ট্রফি জয় লক্ষ্যে নামছেন সুনীল ছেত্রীরা। এর পাশাপাশি ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর ট্রফি জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ভারত। সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলেছিল নীল জার্সিধারীরা। ম্যাচটি ড্র হয়। আজ ফাইনালে সেদিনের ফলাফলের পরিবর্তন আশা করছে ভারত। নির্বাসিত হওয়ায় মেগা ফাইনালে ডাগআউটে থাকবেন না কোচ ইগর স্টিমাচ। তাঁর পরিবর্তে থাকবেন সহকারী কোচ মহেশ গাওলি। ফুটবলার হিসেবে জোড়া সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন গাওলি। এ বার কোচ হিসেবে জয়ের পালা।
Published On – Jul 04,2023 6:30 PM