তিন মাস ২২ গজ থেকে দূরে, তাও টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে কেন উইলিয়ামসন


আইসিসির পক্ষ থেকে নতুন টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হল। ব্যাটারদের তালিকায় একধাপ উঠে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ানসন। আইসিসি প্রকাশিত বোলার ও অলরাউন্ডাদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

তিন মাস ২২ গজ থেকে দূরে, তাও টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে কেন উইলিয়ামসন

Image Credit source: Twitter

দুবাই: ভারতের মাটিতে হওয়া এ বারের আইপিএলের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। তারপর থেকে তিনি মাঠের বাইরে। হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিউয়ি নেতা উইলিয়ামসন প্রায় ৩ মাস মাঠের বাইরে থেকেও এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন। সদ্য আইসিসির পক্ষ থেকে টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হয়েছে। তাতে ব্যাটারদের তালিকায় একধাপ উঠে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ানসন। আইসিসি প্রকাশিত বোলার ও অলরাউন্ডাদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অ্যাসেজ সিরিজের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের ব্যাটার ও বোলারদের তালিকায়। ব্যাটারদের তালিকায় ৮৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪ ধাপ উপরে উঠেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন স্মিথ। সেই সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হয়েছে। ৮৮২ পয়েন্ট নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আইসিসি ব্যাটারদের তালিকার ২ নম্বরে।

Leave a Reply