‘দাদাজি মাইন্ড গেম খেলছেন’, কোন পাক তারকা এমন মন্তব্য করলেন?


IND vs PAK: দীর্ঘদিন ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ২২ গজে যখনই দুই পড়শি দেশ মুখোমুখি হয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা বেড়ে যায়। এ বারের এশিয়া কাপে কবে ভারত-পাক ম্যাচ হবে তা জানার আগ্রহও কম নেই ক্রিকেট ভক্তদের। একইসঙ্গে ওডিআই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

‘দাদাজি মাইন্ড গেম খেলছেন’, কোন পাক তারকা এমন মন্তব্য করলেন?

Image Credit source: BCCI

নয়াদিল্লি: ‘গত কয়েক বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে আর কোয়ালিটি ম্যাচ হয় না। বরং ভারত অধিকাংশ ম্যাচ একতরফা জিতেছে। পাকিস্তান সম্ভবত ভারতকে প্রথম বার দুবাইতে টি-২০ বিশ্বকাপে হারিয়েছে।’ বক্তা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েক দিন আগে ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের হাইপ নিয়ে তিনি এই কথাগুলো বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই এ বার এক প্রাক্তন পাক তারকা বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এমন মন্তব্যের কোনও কারণ দেখছেন না তিনি। একইসঙ্গে ওই পাক ক্রিকেটার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের এই মন্তব্য শুনে বেশ অবাক হয়েছেন। এ বার তাই ওই পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, ‘দাদাজি মাইন্ড গেম খেলছেন।’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দীর্ঘদিন ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ২২ গজে যখনই দুই পড়শি দেশ মুখোমুখি হয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা বেড়ে যায়। এ বারের এশিয়া কাপে কবে ভারত-পাক ম্যাচ হবে তা জানার আগ্রহও কম নেই ক্রিকেট ভক্তদের। একইসঙ্গে ওডিআই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে এখন এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে আর আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না সৌরভ। তাঁর কথাতেই তা পরিষ্কার। প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি যদিও সৌরভের সঙ্গে একমত নন।

নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি বলেন, ‘আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পড়েছি। যা পড়ে বেশ অবাক হয়েছি। তিনি বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং তিনি দারুণ ক্রিকেট খেলতেন। এবং অসাধারণ অধিনায়ক ছিলেন। একইসঙ্গে তিনি একাধিক ক্রিকেটারকে উন্নতি করতে সাহায্য করেছিলেন। তবে আমি তাঁর মন্তব্যের সঙ্গে একমত নই। তিনি যে বলেছেন ভারত-পাকিস্তান ম্যাচে ভারত একতরফা জিতেছে। এটা মানি না আমি। এটা ঠিক যে ভারত আমাদের আইসিসি বিশ্বকাপে অতীতে অনেক বার হারিয়েছে। কিন্তু ২০১৭ সালের পর থেকে বিষয়টা একরকম থাকেনি। আমরা ভারতকে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে হারিয়েছি এবং গত বছর এশিয়া কাপেও টিম ইন্ডিয়াকে হারিয়েছি আমরা।’ তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারত যে পাকিস্তানকে হারিয়েছিল, তা পুরোপুরি বিরাট কোহলির জন্যই সম্ভব হয়েছিল। বসিত আলির মতে, বিরাট একা হাতে সেই ম্যাচে ভারতকে জিতিয়েছিল।

সৌরভ দিনকয়েক আগে বলেছিলেন বিশ্বকাপের মঞ্চে তাঁর কাছে সবচেয়ে উপভোগ্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই মন্তব্যটিও মানতে পারছেন না বসিত। এ নিয়ে তিনি বলেন, ‘সৌরভ বলেছেন বর্তমানে ভারত-পাকিস্তান ম্যাচের থেকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মানুষের আগ্রহ বেশি। এই বিষয়ে আমি তাঁকে বলতে চাই, যখন ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খেলে, তখন কী তোমার দেশের রাস্তা খালি হয়ে যায়? তা তো নয়।’

বসিত আলির মতে, এখনও যে ভারত-পাক ম্যাচ নিয়ে মাতামাতি হয় তার প্রমাণ এই ম্যাচের টিকিটের চাহিদা। তিনি বলেন, ‘এখনও ভারত-পাক ম্যাচ হলে দু’দেশের সকলেই স্টেডিয়ামে ছুটে যায়। প্রত্যেক ক্রিকেট প্রেমীর চোখ থাকে টেলিভিশনের পর্দায়। একইসঙ্গে প্রিয় দলের জন্য প্রার্থনাও করেন তারা। এই বিশ্বকাপের টিকিটের মূল্যই দেখুন না। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের যা মূল্য, তার কাছাকাছিও নেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম। তাই আমার মনে হয় দাদাজি মাইন্ড গেম খেলছেন।’

Leave a Reply