রোহিত-বিরাট বিশ্রামে নাকি বাদ! টি-টোয়েন্টিতে একঝাঁক নতুন মুখ


India Tour of West Indies: শেষ দুটি টি-টোয়েন্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যেই কি তরুণদের নিয়ে দল গড়া হল?

Image Credit source: twitter

ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়াই দল ঘোষণা। বাদ নাকি বিশ্রাম! এই প্রশ্নই উঠছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এর মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যেই কি তরুণদের নিয়ে দল গড়া হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- ঈশান কিষাণ, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

বিস্তারিত আসছে…

Leave a Reply