Emiliano Martinez : শ্রীভূমি দিল ‘গোল্ডেন গ্লাভ’, হাতে নিয়েই বিতর্কিত সেলিব্রেশন এমির


বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গোল্ডেন গ্লাভস হাতে কুঁচকির কাছে ধরে অশ্লীল সেলিব্রেশন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তারই পুনরাবৃত্তি দেখল তিলোত্তমা।

কলকাতা : এমি জ্বরে ভুগছে তিলোত্তমা। গত সোমবার কলকাতায় এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দুই দিনের এই সফরে কলকাতাবাসীর কাছ থেকে নিংড়ে নিচ্ছেন ভালোবাসা। কলকাতা উত্তর থেকে দক্ষিণে যেখানেই গিয়েছেন তাঁকে একবার ছুঁয়ে দেখার, সেলফি তোলার হিড়িক। কাতার বিশ্বকাপ ফাইনালে ট্রাইব্রেকারের নায়ক শুধু বন্দিত নন, সমালোচিত। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের উদ্দেশে তাঁর শারীরিক অঙ্গভঙ্গী, গোল্ডেন গ্লাভস হাতে দৃষ্টিকটূ সেলিব্রেশন সমালোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে সোনার দস্তানা হাতে উদযাপন। তাতে থোড়াই কেয়ার মেসির আদরের ডিবুর। বুধবার শ্রীভূমি থেকে স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার। মন্ত্রী সুজিত বসুর হাত থেকে পুরস্কার নিয়ে সেই বিতর্কিত ভঙ্গি করে দেখালেন এমি। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা।

বিস্তারিত আসছে…

Leave a Reply