বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের!


| Edited By: তিথিমালা মাজী

Updated on: Jul 06, 2023 | 1:22 PM

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বলে গণ্য করা হয় তামিমকে। সেই তিনিই সাংবাদিক সম্মেলনে চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন।

Tamim Iqbal retires : বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের!

কলকাতা : বিশ্বকাপের আগে অথৈ জলে পড়ল বাংলাদেশ ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক মাস তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। টি-২০ ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এ বার ওডিআই এবং টেস্ট ফরম্যাটকেও বিদায় জানালেন। যদিও ওডিআই বিশ্বকাপের আগে তামিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। একেবারে ফর্মে ছিলেন না। উপরন্তু ভোগাচ্ছিল চোট। মাশরাফি বিন মর্তুজার অবসরের পর ২০২০ সালে ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় তামিমকে। ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ খেলার আগেই ক্রিকেটকে বিদায় জানালেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বলে গণ্য করা হয় তামিমকে। সেই তিনিই সাংবাদিক সম্মেলনে চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তামিমের। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তামিম। তিনি অবসর নেওয়ায় বিশ্বকাপের আগে নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

বিস্তারিত আসছে…

Leave a Reply