World Cup 2023 Qualifier: ‘দেশের’ মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ ভারতীয় বংশোদ্ভূত ডাচ ক্রিকেটার বিক্রমজিৎ সিংয়ের। এক ম্যাচ আগেই স্কটল্যান্ড ৩১ রানের জয়ে ছিটকে দিয়েছিল জিম্বাবোয়েকে। ব্যাটে-বলে রূপকথা বাস ডি লিডের।
জিতলেই হত না, ছিল অঙ্ক। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য জয়। অঙ্ক মিলিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস। ‘দেশের’ মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ ভারতীয় বংশোদ্ভূত ডাচ ক্রিকেটার বিক্রমজিৎ সিংয়ের। এক ম্যাচ আগেই স্কটল্যান্ড ৩১ রানের জয়ে ছিটকে দিয়েছিল জিম্বাবোয়েকে। নেদারল্যান্ডস ম্যাচের আগে অ্যাডভান্টেজ ছিল তারাই। হারলেও বিশ্বকাপে সুযোগ থাকত। যদিও সেই অঙ্ক মিলল না স্কটল্যান্ডের। ব্যাট- বলে রূপকথা বাস ডি লিডের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…